Monday, January 26, 2015

Whiplash (2014)

IMDB Rating: 8.7, Rotten Tomatoes: 95%
Cast: J K Simmons, Miles Teller

“মেরে- পিটিয়ে, ভয় দেখিয়ে পড়াশোনা হয় না” প্রবাদস্বরূপ এই কথাটা তো জানেন। ওটা না হয় সাধারণ পড়াশোনার কথা গেল। কিন্তু হোয়াট অ্যাবাউট মিউজিক?

ভয় দেখিয়ে, গালিগালাজ করে কোন স্টুডেন্টকে কি মিউজিক শেখানো যায়?

আজব লাগছে প্রশ্নটা, না?

আসলে গল্পটাই এরকম। তবে মিউজিক শিক্ষায় পারফেকশনের জন্য এখানে ভয় দেখানো, গালিগালাজকে ব্যবহার করেছেন টিচার।

ছোটবেলায় আমাদের এমন অনেক টিচারই ছিলেন যাদের সন্তুষ্ট করা ছিল খুবই কঠিন কাজ। একদম পারফেক্ট না হলে কোন অবস্থাতেই তাদের সন্তুষ্ট করা যেত না। আর এদিকে তো আমরা শেষ... !!  

জ্যাজ মিউজিক শিখতে এসে এরকমই এক টিচারের পাল্লায় পড়ে ফার্স্ট ইয়ারের অ্যান্ড্রু, পারফেকশনের জন্য যিনি কিনা স্টুডেন্টদের ভেতরে রীতিমত আতঙ্কের সঞ্চার করেন। প্রচণ্ড মানসিক চাপ সহ্য না করতে পেরে একটা সময় বাধ্য হয়েই টিচারের নামে কমপ্লেন করে সে। ফলশ্রুতিতে চাকরি হারান সেই টিচার। তবে দুনিয়া যেহেতু ছোট্ট এবং গোল- একদিন আবার দেখা হয়ে যায় টিচার আর স্টুডেন্টের। আর টিচার বলেন তার এমন আচরণের কারণ-

There are no two words in English language more harmful then “Good Job”

কঠিন পরিশ্রম করতে করতে একজন মানুষ পারফেক্ট হয়ে ওঠে। তার আগেই প্রশংসা করা মানে পারফেকশনের প্রতি তার ইচ্ছেটাকে শেষ করে দেয়া...

টিচারের আমন্ত্রণে আবারো মিউজিক শুরু করে অ্যান্ড্রু।
এবার কিন্তু সে পারফেক্ট...

দেখতে পারেন। ভাল লাগবে আশা করি।

পার্সোনাল রেটিং- ৮.৫


No comments:

Post a Comment

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...