অভিনয়ে - প্রসেঞ্জিত, রাইমা সেন, পাওলি দাম
অনেকগুলো টুকরো মেঘ যখন একটা আকাশে জমা হয়, আমরা বলি শ্রাবণ মাস। আর অনেক টুকরো কথা জমা হলে বলি উপন্যাস। জীবনের একেকটা অধ্যায় আপনি কিভাবে লিখবেন সেটা একান্তই নির্ভর করে আপনার ওপর। কখনও একটা কফির কাপের চুমুকেই ওটা শেষ হতে পারে, কখনও বা কাপের পর কাপ।
আমাদের ভালোবাসার কোন জন্ম বা মৃত্যু নেই। কারণ আমরা একেকজন ভালোবাসার হীরার গয়নার মত। আমরা এটাকে শরীরে নিয়েই জন্মাই। শুধু প্রকাশভঙ্গীটা আলাদা।
ঝড়, অশ্লেষা কিংবা হারিকেন... এরা আমাদের মত লম্পট হতে পারে না।
সৃষ্টি বা স্থিতিকে আমরা শাসন করি। আমাদের আরেক নাম হওয়া উচিৎ প্রলয়।
কিন্তু কেন? নিজের জীবন থেকেই ভেবে দেখুন না... উত্তর পেয়ে যাবেন।
পার্সোনাল রেটিং - ৭.৫
No comments:
Post a Comment