Friday, January 16, 2015

উড় চিঠি

Cast: ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী

মুভিটা ১২টা এসএমএস নিয়ে। এই ১২টা এসএমএস করেছেন ১২ জন মানুষ, ১২টা ভিন্ন পরিস্থিতিতে, ১২ মাস জুড়ে। অর্থাৎ মুভিটা আসলে মানুষের জীবনের ১টি বছরকে নিয়ে।

জানেন তো, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কারণে- অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। গল্পটা আসলে প্রধান চরিত্র অনিকেতের বদলে যাওয়ার ১ বছর নিয়ে। ভাল একটা কোম্পানিতে চাকরি সাথে স্ত্রী- সন্তানসহ মোটামুটি সুখের সংসার। সময়গুলো বেশ ভালভাবেই কেটে যাচ্ছিল। হঠাৎ কিঞ্চিৎ পরিবর্তন। যার ফলশ্রুতিতে জাস্ট ১ বছরে জীবনটা কিছুটা অন্যরকম হয়ে ওঠে অনিকেতের। অনেক ঘাত- প্রতিঘাতের পর আবার সবকিছু নতুন করে শুরু করার ঠিক আগে ছুটি কাটাতে মনঃস্থির করে সে।

আধুনিক এই যুগে, আসলেই কি পারফেক্ট ছুটি কাটাতে পারেন আপনি? ধরুন একদম ভাবনা- চিন্তা ছাড়া? কেউ ডিস্টার্ব করবে না, কেউ কল করবে না... সব ছেড়ে- ছুড়ে কয়েকটা দিন নেটওয়ার্ক- ওয়ার্কের বাইরে থাকতে পারবেন? উহু... সম্ভব না, তাই না? কারণ মোবাইল ফোন বলে ডিভাইস একটা আমরা ইউজ করি।

অনিকেতের ব্যাপারটাও সেম। সে চায় একদম একা কিছু সময় কাটাতে, কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ মোবাইল অন তো মনভাবনাও অন। নিজের ফোন চেক করতে গিয়ে দেখে ইনবক্স ফুল। এসএমএস ডিলিট করতে হবে। ইনবক্সের সবচেয়ে পুরনো এসএমএসটা থেকে শুরু করল সে। একটা করে এসএমএস পড়ছে আর ডিলিট করছে। আর মাঝে কিছু এসএমএস তাকে তার গত ১ বছরের কথা মনে করিয়ে দিচ্ছে। একটা করে এসএমএস, অনিকেতের জীবনে একটা করে মানুষের আগমন, আর একটা করে নতুন গল্প।

ভাল লাগবে আশা করি।


পার্সোনাল রেটিং- ৭.৫      

No comments:

Post a Comment

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...