Saturday, January 3, 2015

চতুষ্কোণ

IMDB Rating: 8.2
Cast: পরমব্রত, গৌতম ঘোষ, চিরঞ্জিত, অপর্ণা সেন

যদি আপনি শুধু কাস্টের দিকে তাকান, আর কোনকিছু ভাবতে হবে না। চার মহারথী এক মুভিতে, আর সেই মুভি কেমন হতে পারে, তা আমার চাইতে আপনিই ভাল জানবেন।

টুইস্টেড স্টোরি।

অপরিচিত এক প্রডিউসারের ফাইনান্সে মুভি বানানোর প্রস্তাব পেয়ে অভিভুত স্টোরির চারজন। কিন্তু প্রডিউসারের শর্ত হচ্ছে- চারটা আলাদা গল্প থাকবে এবং প্রতিটা গল্পের মাঝে কমন থিম থাকবে মৃত্যু।

অদ্ভুত, না? কিন্তু এই শর্তে রাজি হয়ে পূর্বপরিচিত এই চার বন্ধু রওনা হয়ে যান প্রডিউসারকে গল্প শোনানোর আশায়। যেতে যেতেই একে একে শেয়ার করেন যার যার গল্প।

ভালবাসাটা আসলে কেমন? দুম করে জাস্ট বলে দিলেই ভালবাসা হয়ে যায়? উহু। বিশ্বাসটা অনেক বড় ফ্যাক্টর। ভালবাসলে সন্দেহাতীতভাবে বাসতে হবে। নইলে তো হল না।

একটা মুভিতে অভিনয় করার সময় এই সন্দেহের কারণে নিজেদের মধ্যকার সম্পর্কটা কিছুটা অন্যরকম হয়ে গিয়েছিল তিন জনের। কিন্তু চার নম্বর জন পরবর্তীতে এদের মাঝের সম্পর্কটা আগের মত না হোক, কিছুটা স্বাভাবিক করে তোলে। আর প্রডিউসারের অফারটা আসে এই চার নম্বরের মাধ্যমেই।

তিনজনের গল্পের পর চার নম্বর জন নিজের গল্পভাবনা বলতে বলতে মোড় ঘুরিয়ে দেয়।

একদম শেষে ক্লাইম্যাক্সটা আপনি পুরো মুভিটা একটু খেয়াল করে দেখলে এমনিতেই বুঝতে শুরু করবেন।

চারটি গল্প মিলে পুরো মুভির গল্পটার কোন না কোন স্থানে হয়ত নিজের জীবনের কোন ছোঁয়া পেলেও পেতে পারেন।

তবে সৃজিতের ডিরেকশনে অনুপম রায়ের মিউজিকে চার মহারথীর এই টুইস্টেড গল্প আপনাকে ভাবনার খোরাক দেবে, এটা বলতে পারি।

পার্সোনাল রেটিং- ৭

No comments:

Post a Comment

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...