IMDB
Rating: 8.5
Cast:
Kangana Ranaut
সাধারণ একটা
পরিবারের লক্ষ্মীমন্ত মেয়ে বলতে যা বোঝায়, এমন একটা মেয়ের কাছ থেকে কি আশা করা
যেতে পারে? নিজ ঐতিহ্য, কৃষ্টি, সম্মানবোধসহ আরও অনেক কিছু, তাই না?
কিন্তু যখন মেয়েটিকে
আপনি রীতিমত প্রতারিত করার মধ্য দিয়ে প্রাত্যহিক জীবনের নিষ্ঠুরতার দিকে ঠেলে
দেবেন, তখন কিন্তু সে একটু একটু করে নিজের মত করে জীবনের মানে খুজে বের করবে।
আমাদের সমাজে এমন অনেক গল্প আছে। প্রথমে খুব ভাল ভাল, তারপর ধীরে ধীরে “ও তো ঠিক
আমাদের সোসাইটির না” টাইপ কথা ছড়ায়। এই মুভির গল্পটা অনেকটা এরকম।
বিয়ের ঠিক আগে হবু
স্বামীর কাছ থেকে রীতিমত প্রতারিত হতে হয় রানীকে। কারণ রানী ঠিক “ওদের” টাইপ না।
ব্যস... হয়ে গেল স্বপ্নভঙ্গ। হানিমুনে প্যারিস যাবার প্ল্যান অলমোস্ট ধ্বংস।
কিন্তু জিদের বশে একাই প্যারিস যায় রানী- বলতে পারেন একাকী হানিমুনে। সেখানে গিয়ে
এতদিনকার জীবনের একদম অন্য আরেক রুপ দেখতে পায় সে। আর বন্ধু হিসেবে পায় অদ্ভুত
কিন্তু ভাল কিছু মানুষকে। একটা সময় হবু স্বামী যখন নিজের ভুল বুঝতে পেরে আবার ফিরিয়ে
নিতে চায় রানীকে।
আর রানী? বুঝতে পারে
জীবনে কার দরকার আছে, আর কার নেই...
ডিফারেন্ট একটা
গল্প। ভাল লাগবে আশা করি।
পার্সোনাল রেটিং-
৭.৫
No comments:
Post a Comment