Saturday, January 3, 2015

The Interview

IMDB Rating: 7.5, Rotten Tomatoes: 55%
Cast: James Franco, Seth Rogen

উত্তর কোরিয়া। পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটা। সারা দুনিয়ার নিদারুন কৌতূহল সবসময় ছিল এবং আছে এই দেশটাকে নিয়ে। বাইরের দুনিয়া থেকে নিজেদের একরকম বিচ্ছিন্ন করে রেখে এই কৌতূহলে আরও ঘি ঢালছে দেশটি।

দেশটির এখনকার সুপ্রিম লিডার কিম জং ঊন। ২০১১ সালের ২৮ ডিসেম্বর থেকে এই পদে আছেন তিনি। তার বাবাও মৃত্যুর আগ পর্যন্ত এই পদেই ছিলেন। মূলত মুভিটার স্টোরি এই কিম জং ঊনকেই নিয়ে।

বিশ্বায়নের এই যুগে যতই চেষ্টা করা হোক না কেন, দুনিয়া থেকে একদম বিছিন্ন থাকা যায় না। তাই উত্তর কোরিয়া সম্পর্কে প্রচলিত গল্পগুলো মানুষের আগ্রহকে আরও বাড়িয়ে দেয়। একদিকে যেমন দেশটার একটা চকচকে চেহারা দুনিয়ার সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয় প্রতিনিয়ত, তেমনি অন্যদিকে দেশটির সিংহভাগ মানুষের না খেয়ে থাকার খবরও বিবেককে নাড়া দেয়।

আসলে কি হচ্ছে দেশটায়? সাধারণ মানুষের না খেয়ে থাকার খবর, ক্রমাগত ভুলভাল বুঝিয়ে মানুষগুলোকে নিজের ফরে রাখার চেষ্টা, আর সেই সাথে নিজেদের গোঁড়ামির উদাহরণ হিসেবে বার বার যুদ্ধের হুমকি প্রদান- কমেডির ছায়ায় এই বিষয়গুলোই মুভিটায় দেখতে পাবেন।

তবে প্রকৃত গল্প আমরা কেউ জানি না। জানতে চাই।

এটাও চাই সত্যটাই বেরিয়ে আসুক। কেউই যে ধোঁয়া তুলশি পাতা নয়- এটাও বোঝা দরকার।

পার্সোনাল রেটিং- ৬.৮

No comments:

Post a Comment

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...