Wednesday, January 14, 2015

Braveheart (1995)

Braveheart (1995)
IMDB Rating: 8.4, Rotten Tomatoes: 78%
Cast: Mel Gibson

কথায় আছে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। কিন্তু যদি আপনি স্বাধীনতা নাই পান, তবে রক্ষা করবেন কিভাবে? এই স্বাধীনতা অর্জনের গল্প নিয়েই এই মুভি।

মেল গিবসন। জাত চেনানোর জন্য নামটাই যথেষ্ট। অভিনয়ের পাশাপাশি ডিরেকশন দিয়েও মানুষের মন জয় করেছেন বিশ্বজুড়ে। এর অন্যতম প্রমাণ- ব্রেভহার্ট।

উইলিয়াম ওয়ালেস। ১২৭০ সালে জন্ম নেয়া এই বীর স্কটল্যান্ডের স্বাধীনতা যুদ্ধের অন্যতম কারিগর। ১৩০৫ সালে ইংল্যান্ডের তৎকালীন রাজা ১ম এডওয়ার্ডের নির্দেশে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবার আগ পর্যন্ত স্বাধীন স্কটল্যান্ডের স্বপ্ন দেখে গেছেন এবং দেখিয়ে গেছেন। খর্বশক্তির স্কটিশ স্বাধীনতাকামীদের নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের রাজা ও তার আর্মির অত্যাচারের বিরুদ্ধে। নিজ সম্প্রদায়ের কয়েকজন বিপথগামীর যোগসাজশে রাজা এডওয়ার্ডের বাহিনীর হাতে ধরা পড়বার পরও ক্ষমা প্রার্থনা তো দূরে থাক, শেষনিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত স্বাধীন স্কটল্যান্ডের কথা সর্বশক্তিতে বলে গেছেন।

অসাধারণ অভিনয়, স্টোরি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্বলিত এই মুভি আপনার কাছে ভাল লাগবে কিনা জানি না, কিন্তু দেখার জন্য রিকমেন্ড করতেই পারি।


পার্সোনাল রেটিং- ৮.৫     

No comments:

Post a Comment

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...