IMDB Rating: 8.7, Rotten Tomatoes: 86% (Audience Like)
Cast: Amir Khan, Anushka Sharma
Cast: Amir Khan, Anushka Sharma
ধর্ম সম্ভবত পৃথিবীর সবচেয়ে সেনসিটিভ ইস্যুগুলোর মধ্যে একটা।
৭ বিলিয়নের বেশি মানুষের এই দুনিয়ায় বহু ধর্ম বিদ্যমান। এখানে যেমন নিষ্ঠাবান, ধর্মপ্রাণ মানুষ আছে, ঠিক তেমনি ধর্মকে পুঁজি করা ব্যবসাদারও আছে। তবে ধর্মীয় বিশ্বাসে অমিল থাকলেও, একটা জায়গায় সবাই এক।
স্রষ্টা। ঈশ্বর। খোঁদা।
প্রতিটা ধর্মে তারই গুণগান করা হয়। তার মহিমাকেই প্রকাশ করা হয়।
অপরদিকে সাধারণ মানুষের ধর্মভীরুতাকে পুঁজি করে আঁখের গোছানোর চেষ্টায় রত ভণ্ড ধর্মগুরুরা আবার স্রষ্টারই অসম্মান করে !!
অপরদিকে সাধারণ মানুষের ধর্মভীরুতাকে পুঁজি করে আঁখের গোছানোর চেষ্টায় রত ভণ্ড ধর্মগুরুরা আবার স্রষ্টারই অসম্মান করে !!
এই মুভির মুল উপজীব্য আসলে এই ভণ্ড ধর্মগুরুরা।
পিকে এমন একটা চরিত্র, যে কিনা আপনার- আমার মনের সেইসব অজানা প্রশ্নগুলোই করে যায়, যার কোন উত্তর আসলে আমরা পাইনি কখনো। এমনকি খুজিওনি।
অতিরিক্ত বাড়াবাড়ি না করে, যদি মন থেকে স্রষ্টার কাছে আমরা আমাদের যার যার চাওয়াটা চাইতে পারি, তাহলে কি খুব বেশি সমস্যা হয়? হয় না। অন্যদিকে ওইসব ভণ্ড ধর্মগুরুরাও মাথার ওপর ছড়ি ঘোরানোর সুযোগ পায় না।
যা বিশ্বাস করবেন বা করছেন, তা আগে বোঝার চেষ্টা করুন।
আমির খানের আরেকটা মাস্টারপিস।
ভাল লাগবে আশা করি।
ভাল লাগবে আশা করি।
No comments:
Post a Comment