Sunday, January 11, 2015

The Imitation Game

IMDB Rating: 8.3, Rotten Tomatoes: 90%
Cast: Benedict Cumberbatch, Keira Knightley

গুপ্ত পদ্ধতিতে মেসেজ আদান- প্রদান বা কোডেড মেসেজিং যে কি জিনিস, তা সাধারণত যুদ্ধের সময় ভালভাবে টের পাওয়া যায়। কোড ভাঙতে পারা, শত্রুপক্ষের মেসেজ ডিসাইফার করা, এনক্রিপশন- ডিক্রিপশন ইত্যাদি বলতে পারেন যুদ্ধজয়ের মুলমন্ত্রগুলোর মধ্যে অন্যতম।

২য় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা নিজেদের কমিউনিকেশনের জন্য এরকমই এক দুর্ভেদ্য কোডিং সিস্টেম বের করেছিল। পুরো সিস্টেমটা বিশেষায়িত এক মেশিননির্ভর ছিল যার নাম “এনিগমা মেশিন”। ব্রিটিশ গণিতবিদ এলান টুরিং- কে দেয়া হয় এই কোড ব্রেকিংয়ের কাজ। বহু প্রচেষ্টার পর শেষ পর্যন্ত তিনি সফল হন। বেঁচে যায় কমপক্ষে ১ কোটি ৪০ লক্ষেরও বেশি মানুষ !!

বলা হয় টুরিং যদি এই কাজটা না করতে পারতেন, তবে এই যুদ্ধ আরও ২ বছর দীর্ঘায়িত হত !!

কিন্তু গল্পটা আরেকটু ডিফারেন্ট। টুরিং ছিলেন সমকামী। এই কথা প্রকাশ পেয়ে যাওয়ার পর আদালতের নির্দেশে তিনি “বাধ্যতামূলক মেডিকেশন” নিতে শুরু করেন। ধীরে ধীরে ভাবনা- চিন্তা- সৃষ্টি ক্ষমতা হ্রাস পেতে শুরু করলে মেডিকেশন নেয়ার এক বছরের মাথায় আত্মহত্যা করেন তিনি। আর এরই সাথে শেষ হয়ে যায় ব্রিটিশ হিস্ট্রির সবচেয়ে ব্রিলিয়ান্ট গণিতবিদের জীবনকাহিনী।

বলা হয় বিজ্ঞানীরা টুরিং- এর সেই কোড ব্রেকিং মেশিনের আরও উন্নতি সাধন করেছেন। এবং আজ আমরা টুরিং- এর সেই মেশিনের উন্নততর ভার্সনটাকে দেখি “কম্পিউটার” হিসেবে !!

মুভিটা এই মানুষটাকে নিয়েই। নাম ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন “শার্লক”- খ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচ।


পার্সোনাল রেটিং- ৮.৫             

1 comment:

  1. নামাতে দিলাম মুভিটা

    ReplyDelete

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...