Saturday, January 3, 2015

The Hidden Face (2011)

La cara Oculta (Original Title)
IMDB Rating: 7.3, Rotten Tomatoes: 73% (Audience Like)
Cast: Martina Garcia, Clara Lago, Quim Gutierrez

আমাদের সত্ত্বা বলতে পারেন দু’রকম। একটা ভাল, আরেকটা খারাপ। ভাল সত্ত্বাটা আমাদেরকে ভাল কিছু করার জন্য সহযোগিতা করলেও, খারাপটা আসলে আমাদের সব অ্যাচিভমেন্ট ওলট-পালট করে দেয়ার চেষ্টায় রত। এই ভাল- খারাপের লড়াইয়ে যে সত্ত্বার জয় হয়, শেষপর্যন্ত আমরা তার পরিচয়েই পরিচিত হই।

একটু টাফ করে লেখাটা স্টার্ট করার জন্য সরি। আসলে এই মুভিটা আপনাকে এভাবে ভাবতে বাধ্য করবে। মুভিটার স্টোরি ভালবাসার সম্পর্ক, বিশ্বাস আর ভালবাসা আমাদের কিভাবে চেঞ্জ করে দেয় সেটা নিয়ে।

অ্যাড্রিয়ান আর বেলেন- ভালবেসে একসাথে থাকা স্টার্ট করে। কিন্তু অ্যাড্রিয়ানের মেয়ে ঘেঁষা স্বভাবের জন্য খুব দ্রুতই বেলেনের সন্দেহ দানা বাঁধতে থাকে। এই সন্দেহ থেকেই বাড়িওয়ালার সহায়তায় হঠাৎ খুজে পাওয়া বাড়ির ভেতরের এক গোপন চেম্বারে নিজেকে লুকিয়ে অ্যাড্রিয়ানের ওপর চোখ রাখতে শুরু করে বেলেন। প্রথমে দুঃখিত হলেও, স্বভাবমতো নতুন গার্লফ্রেন্ড ফাবিয়ানাকে বাড়িতে নিয়ে আসতেই অ্যাড্রিয়ানকে হাতেনাতে ধরার জন্য বেলেন যখনি বের হতে যাবে, তখন দেখে চেম্বারের চাবিটা আসলে সে নিয়ে আসেনি ! আটকা পড়েছে সে !!

এদিকে কুকুরের অদ্ভুত আচরণে কৌতূহলের বশবর্তী হয়ে হঠাৎ একদিন ফাবিয়ানা আবিষ্কার করে গোপন চেম্বারটা। এবং চাবিটাও পেয়ে যায় হাতের মুঠোয়। কিন্তু নিজের ভবিষ্যতকে আরও সিকিওর করার জন্য বেলেনের আটকে পড়াটাকে সে জাস্ট ইগনোর করা শুরু করে।

মেয়ে ঘেঁষা স্বভাব, সো এক মেয়েতে ভাল না লাগাটাই স্বাভাবিক অ্যাড্রিয়ানের। ফাবিয়ানাকে রেখেই অর্কেস্ট্রার এক বাদকের সাথে সম্পর্ক চালিয়ে যায় অ্যাড্রিয়ান। একদিন সব জারিজুরি ফাঁস হয়ে যায়। জিদের বশে ফাবিয়ানা গোপন চেম্বারটা খুলে বেলেনকে মুক্ত করতে গেলে বেলেনের আঘাতে অজ্ঞান হয়ে পড়ে যায়। বেরিয়ে আসে বেলেন। অ্যাড্রিয়ানের জন্য একটা নোট রেখে নিজে থেকেই হারিয়ে যায়।

যাকে ভালবাসেন, তার বিশ্বাসটুকু যদি নাই রাখতে পারেন, তবে ভালবেসে আর লাভ কি।

আমরা সবাই এই ব্যাপারগুলো জানি। কিন্তু তারপরও সময়মত নিজেদের সেই গোপন কুৎসিত চেহারাটা ঠিকই প্রকাশ করি।

পার্সোনাল রেটিং- ৭

No comments:

Post a Comment

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...