IMDB
Rating: 8.1
Cast:
ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, চূর্ণি
গাঙ্গুলি
প্রতিদিন কত শব্দই
তো আমরা শুনি, তাই না? যেমন ধরুন এখন আমি শুনছি পানির মোটরের শব্দ, রাস্তা দিয়ে
যাওয়া মানুষের কথার শব্দ, যানবাহনের শব্দ, টিকটিকির শব্দ আরও কত কি...
জীবনটাই শব্দময়।
একবার ভেবে দেখুন শব্দহীন এক পৃথিবীর কথা... কল্পনা করতেও কষ্ট হবে। এটাই
স্বাভাবিক।
মুভি হচ্ছে জীবনের
দর্পণ। আমাদের রোজকার জীবনের একটা রেকর্ডেড ভার্সন আসলে আমরা মুভির মাধ্যমে দেখতে
পাই (কি ধরণের মুভির কথা বলছি, বোধ করি বুঝতে পারছেন)। ডিরেক্টর, অ্যাক্টর তাদের
নিজেদের মত করে চেষ্টা করেন আমাদের জীবনবোধকে তুলে ধরতে। কিন্তু যেহেতু মুভি একটা
রেকর্ডেড ব্যাপার, সো শব্দের তারতম্য থাকতেই পারে। এই তারতম্য যতটা সম্ভব কমিয়ে
আনার জন্য সাউন্ডের কাজ করেন কিছু মানুষ। তাদের কাজ মূলত স্টুডিওর ভেতরে
যতটুকু সম্ভব রিয়েল লাইফ সাউন্ড সৃষ্টি করা।
গল্পটা এমন একজন সাউন্ড সৃষ্টিকারীকে নিয়ে, যে কিনা এই কাজ করতে করতে অজান্তেই নিজের একটা অন্য
পৃথিবী তৈরি করে ফেলে। যেখানে শুধু শব্দ আর শব্দ। আর কিচ্ছু নেই ! একটু একটু করে
একজন মানসিক রোগী হয়ে ওঠে সে। বাকিটা “পর্দায় দেখিবেন”।
ভাল একটা মুভি।
দেখতে পারেন। কিঞ্চিৎ ধৈর্য প্রয়োজন।
পার্সোনাল রেটিং- ৮
No comments:
Post a Comment