অভিনয়েঃ সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতিলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা
সেনগুপ্ত ও আরও অনেকে।
ভালোবাসার মানুষের হাত প্রথম ধরার অনুভূতি আসলে কেমন?
এক
শব্দে বলতে গেলে আমার কাছে তা অসাধারণ।
প্রথম বলা “ভালোবাসি” কথাটার অনুভূতি কেমন?
আমার কাছে তা বড়
বেশি পবিত্র।
প্রথম কাছে আসার অনুভূতি আসলে কেমন?
আমার কাছে তা
ব্যাখ্যাতীত।
এমনি “প্রথম” সবকিছুর আবেদন একদম আলাদা। প্রাত্যহিক জীবনের
টানাপড়েন থেকে আপনাকে মুক্তি দিতে সে মানুষটির অবদান অনস্বীকার্য। তবুও সময়ের ফেরে
হঠাৎ একদিন হয়ত ভালোবাসার অনুভূতির জায়গাটা শূন্য হয়ে গিয়ে শুধু দায়িত্ববোধ কাজ
করে। অনেকটা মেশিনের মত করে সংসারের দায়িত্ব পালন করতে করতে হাঁপিয়ে ওঠে মানুষ। আর
মানব মনের সেই অবস্থায় উদ্ভব হয় সে শব্দের, যাকে বলে “বিচ্ছেদ”।
জীবনের প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘণ্টা, মুহূর্ত একদমই নতুন।
এর আগে কখনও আসেনি, পরেও কখনও আসবে না। আর প্রতিনিয়ত নতুনত্বে ভরা এই জীবনকে উপভোগ
করতে চাইলে একা করতেই পারেন। কিন্তু একাকী কোন এক বেলায় যখন খুব আপন কাউকে পাশে
পেতে ইচ্ছে করবে, দুদণ্ড কথা বলতে ইচ্ছে করবে অথবা শুধুই সঙ্গ পেতে ইচ্ছে করবে,
তখন দেখবেন কেউ নেই। কিচ্ছু নেই।
বেলা শেষে এই একাকীত্বের গ্রাস থেকে বাঁচতেই ভালোবাসার
মানুষটিকে দরকার।
মুভিটা দেখতে পারেন। কথা দিচ্ছি খারাপ লাগবে না।
পার্সোনাল রেটিং - ৮
No comments:
Post a Comment