Friday, January 9, 2015

American Sniper (2014)

IMDB Rating: 7.7, Rotten Tomatoes: 75%
Cast: Bradley Cooper, Sienna Miller

“মানুষ ৩ ধরণের হতে পারে- ভেড়ারুপী, নেকড়েরুপী আর ভেড়ারুপী কুকুরের মত”

কথাটা আসলে আমার নয়। কথাটা ক্লিন্ট ইস্টউডের ডিরেকশনে এই মুভির একদম শুরুর দিকের ডায়ালগ। ভেড়ারুপী মানুষ সাধারণত বিপদের গন্ধ তেমন একটা টের পায় না। নেকড়েরুপী মানুষ ভায়লেন্স বেশি পছন্দ করে। আর ভেড়ারুপী কুকুরের মত মানুষ সাধারণত বিপদজনক হয়। কোন টাইপ মানুষ আপনি হয়ে উঠবেন, জীবনই ঠিক করে দেয়।

যে মানুষটাকে নিয়ে এই মুভি, তার জীবন, কর্মকাণ্ড সম্পর্কে কিঞ্চিৎ ধারণা দেয়ার জন্য মানুষের ধরণ নিয়ে ডায়ালগটা একদম পারফেক্ট।

ইউএস নেভি সিল- দুনিয়ার সর্বসেরা স্পেশাল ফোর্সগুলোর মধ্যে অন্যতম। নেভি সিল হিস্ট্রির সবচেয়ে দুর্ধর্ষ স্নাইপার ক্রিস কাইলকে নিয়েই এই মুভি। বলা হয় ইউএস মিলিটারি হিস্ট্রির সবচেয়ে ডেডলিয়েস্ট স্নাইপার ছিলেন ক্রিস কাইল। যার টোটাল কনফারমড কিল ১৬০+ !! অতিমানবীয় এই স্নাইপ করার ক্ষমতা দিয়েই বাঁচিয়েছেন নিজের বহু সহকর্মীকে।

কিন্তু গল্পটা অন্যখানে। একাধারে সহকর্মীর মৃত্যুতে বিহ্বল একজন যোদ্ধা, স্নেহপরায়ণ এক বাবা, স্ত্রীর ভালবাসায় সিক্ত একজন স্বামী- একের ভেতর তিনের গল্প মিলেই এই মুভি। যতবড় যোদ্ধাই হোক না কেন, প্রথমে সে একজন মানুষ, তারপরে একজন যোদ্ধা। আর মানুষের ভেতরেই তো মানবীয় ব্যাপারগুলো থাকে।

২০১৩ সালের ২রা ফেব্রুয়ারি এক ভেটেরানের হাতে মারা যান ক্রিস কাইল।

ক্রিস কাইলের চরিত্রে ব্র্যাডলি কুপার এবং তার স্ত্রীর চরিত্রে সিয়েনা মিলারের অভিনয় ভাল লাগবে আশা করি।

বাম পাশের ছবিটা মুভি পোস্টার আর ডান পাশের ছবিটা ক্রিস কাইলের, যার জীবনের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই মুভি।

পার্সোনাল রেটিং- ৭.৫

No comments:

Post a Comment

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...