Saturday, January 31, 2015

Taken 3 (2014)

IMDB Rating: 6.2, Rotten Tomatoes: 10%
Cast: Liam Neeson, Maggie Grace, Famke Janssen

প্রথমেই মনে হতে পারে- কিডন্যাপ, খুনের জন্য দুনিয়ার আর কাউকে পাওয়া যায় না? ব্রায়ান মিলসের ফ্যামিলির সাথেই এমন হতে হবে?

জি... গল্পটা এরকমই। স্পেশাল ফোর্সে কাজ করার সুবাদে ভদ্রলোকের শত্রুর অভাব নেই। তাদের হাত থেকে নিয়মিতই ফ্যামিলিকে রক্ষা করছেন তিনি। যা আমরা দেখেছি আগের ২ পার্টে।

এবারের গল্পটা কিঞ্চিৎ ভিন্ন।

বিনা দোষে কাউকে যদি স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী হতে হয়, তবে পালানো ছাড়া তার আর কি করার থাকে, বলুন তো?

একটাই কাজ- আসলে যে দায়ী, তাকে খুজে বের করতে হবে এবং শাস্তি দিতে হবে।

ধুন্ধুমার অ্যাকশন... পুরোই মার মার কাট কাট অবস্থা...

দেখতে দেখতে কিভাবে যেন ভদ্রলোকের মেয়ের প্রেমে পড়ে গেলাম...
ঠিক পরেই আবার ভাবলাম উহু, কোন দরকার নেই...

এনিওয়ে, দেখতে পারেন মুভিটা। খারাপ লাগবে না আশা করি...

পার্সোনাল রেটিং- ৬.৫  

   

  

Friday, January 30, 2015

The Book of Life (2014)

IMDB Rating: 7.4, Rotten Tomatoes: 82%
Voices: Ice Cube, Zoe Saldana, Diego Luna, Channing Tatum

জীবনটা যদি একটা বই হয়, কেমন হবে বলুন তো?
কত শত চ্যাপ্টার যে হবে, কত কাহিনী যে লেখা থাকবে তার কোন ইয়ত্তা নেই, তাই না?

লাই বাহুল্য, বুঝতেই পারছেন যে সবচেয়ে বেশি স্পেশাল হবে ভালবাসার চ্যাপ্টারটা। আর যদি ভালবাসা একাধিক হয়, তবে তো কথাই নেই...

গল্পটা মূলত এই ভালবাসাকে ঘিরেই। প্রথমে ব্যক্তিগত পর্যায়ে থাকলেও, পরবর্তীতে দেশপ্রেম পর্যায়ে উন্নীত হয়ে ওঠে।

ত্রিভুজ প্রেমের গল্পও বলতে পারেন একে। ছোটবেলার ২ বন্ধুর একই মেয়ের প্রেমে পড়া এবং তারপর থেকে মেয়েটার মন জয় করার একের পর এক চেষ্টা... একজন সঙ্গীতপ্রিয় ও নির্ঝঞ্ঝাট থাকতে পছন্দ করে। আরেকজন সদাসর্বদা নিজের বীরত্ব জাহির করতে ব্যস্ত।

সম্পূর্ণ ২ মেরুর ২ বন্ধুর মিলনস্থল এক- মেয়েটার প্রতি ভালবাসা।

দেশের এক ক্রান্তিলগ্নে নির্বিঘ্ন জীবনযাপনে অভ্যস্ত বন্ধুটি হয়ে ওঠে সবচেয়ে সাহসী। এবং ২ জন 
মিলে বহিঃশত্রুর হাত থেকে জীবনবাজি রেখে রক্ষা করে দেশকে। কারণ ছোটবেলা থেকে ওরা বড় হয়েছে একটা মটো নিয়ে-   

No Retreat, No Surrender

দেখতে পারেন...

পার্সোনাল রেটিং- ৭.৫
   


Monday, January 26, 2015

Whiplash (2014)

IMDB Rating: 8.7, Rotten Tomatoes: 95%
Cast: J K Simmons, Miles Teller

“মেরে- পিটিয়ে, ভয় দেখিয়ে পড়াশোনা হয় না” প্রবাদস্বরূপ এই কথাটা তো জানেন। ওটা না হয় সাধারণ পড়াশোনার কথা গেল। কিন্তু হোয়াট অ্যাবাউট মিউজিক?

ভয় দেখিয়ে, গালিগালাজ করে কোন স্টুডেন্টকে কি মিউজিক শেখানো যায়?

আজব লাগছে প্রশ্নটা, না?

আসলে গল্পটাই এরকম। তবে মিউজিক শিক্ষায় পারফেকশনের জন্য এখানে ভয় দেখানো, গালিগালাজকে ব্যবহার করেছেন টিচার।

ছোটবেলায় আমাদের এমন অনেক টিচারই ছিলেন যাদের সন্তুষ্ট করা ছিল খুবই কঠিন কাজ। একদম পারফেক্ট না হলে কোন অবস্থাতেই তাদের সন্তুষ্ট করা যেত না। আর এদিকে তো আমরা শেষ... !!  

জ্যাজ মিউজিক শিখতে এসে এরকমই এক টিচারের পাল্লায় পড়ে ফার্স্ট ইয়ারের অ্যান্ড্রু, পারফেকশনের জন্য যিনি কিনা স্টুডেন্টদের ভেতরে রীতিমত আতঙ্কের সঞ্চার করেন। প্রচণ্ড মানসিক চাপ সহ্য না করতে পেরে একটা সময় বাধ্য হয়েই টিচারের নামে কমপ্লেন করে সে। ফলশ্রুতিতে চাকরি হারান সেই টিচার। তবে দুনিয়া যেহেতু ছোট্ট এবং গোল- একদিন আবার দেখা হয়ে যায় টিচার আর স্টুডেন্টের। আর টিচার বলেন তার এমন আচরণের কারণ-

There are no two words in English language more harmful then “Good Job”

কঠিন পরিশ্রম করতে করতে একজন মানুষ পারফেক্ট হয়ে ওঠে। তার আগেই প্রশংসা করা মানে পারফেকশনের প্রতি তার ইচ্ছেটাকে শেষ করে দেয়া...

টিচারের আমন্ত্রণে আবারো মিউজিক শুরু করে অ্যান্ড্রু।
এবার কিন্তু সে পারফেক্ট...

দেখতে পারেন। ভাল লাগবে আশা করি।

পার্সোনাল রেটিং- ৮.৫


Friday, January 23, 2015

John Wick (2014)

IMDB Rating: 7.4, Rotten Tomatoes: 83%
Cast: Keanu Reeves, Willem Davoe

বেশ ভালই ছিল সে। প্রেমময়ী স্ত্রীকে পাশে নিয়ে একটু একটু করে নিজের জীবনটা গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ ছন্দের পতন। স্ত্রীর মৃত্যু আর মানুষটার আবারো মানসিকভাবে ভেঙ্গে পড়া...

প্রিয়তমা স্ত্রীর দেয়া উপহার- ছোট্ট একটা কুকুরকে নিয়ে যখন জীবনের আরেকটা চ্যাপ্টার শুরু করছে সে, তখন আবারো ছন্দের পতন... নিজের গাড়ি আর কুকুরটা হারাতে হল এবার।

আর তো ভাল থাকা যায় না। প্রতিশোধ নিতেই হবে। চরম প্রতিশোধ...

নিজের কিংবদন্তীসম ধ্বংসাত্মক ক্ষমতা আরও একবার দেখাতে বাধ্য হল সে।

হতে পারে এটাই সেই “ওয়ান লাস্ট টাইম”...

দেখতে পারেন। মনে হয় নিরাশ হবেন না।

পার্সোনাল রেটিং- ৭.৩  

    

Thursday, January 22, 2015

শব্দ (২০১৩)

IMDB Rating: 8.1
Cast: ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, চূর্ণি গাঙ্গুলি

প্রতিদিন কত শব্দই তো আমরা শুনি, তাই না? যেমন ধরুন এখন আমি শুনছি পানির মোটরের শব্দ, রাস্তা দিয়ে যাওয়া মানুষের কথার শব্দ, যানবাহনের শব্দ, টিকটিকির শব্দ আরও কত কি...

জীবনটাই শব্দময়। একবার ভেবে দেখুন শব্দহীন এক পৃথিবীর কথা... কল্পনা করতেও কষ্ট হবে। এটাই স্বাভাবিক।

মুভি হচ্ছে জীবনের দর্পণ। আমাদের রোজকার জীবনের একটা রেকর্ডেড ভার্সন আসলে আমরা মুভির মাধ্যমে দেখতে পাই (কি ধরণের মুভির কথা বলছি, বোধ করি বুঝতে পারছেন)। ডিরেক্টর, অ্যাক্টর তাদের নিজেদের মত করে চেষ্টা করেন আমাদের জীবনবোধকে তুলে ধরতে। কিন্তু যেহেতু মুভি একটা রেকর্ডেড ব্যাপার, সো শব্দের তারতম্য থাকতেই পারে। এই তারতম্য যতটা সম্ভব কমিয়ে আনার জন্য সাউন্ডের কাজ করেন কিছু মানুষ। তাদের কাজ মূলত স্টুডিওর ভেতরে যতটুকু সম্ভব রিয়েল লাইফ সাউন্ড সৃষ্টি করা।

গল্পটা এমন একজন সাউন্ড সৃষ্টিকারীকে নিয়ে, যে কিনা এই কাজ করতে করতে অজান্তেই নিজের একটা অন্য পৃথিবী তৈরি করে ফেলে। যেখানে শুধু শব্দ আর শব্দ। আর কিচ্ছু নেই ! একটু একটু করে একজন মানসিক রোগী হয়ে ওঠে সে। বাকিটা “পর্দায় দেখিবেন”।

ভাল একটা মুভি। দেখতে পারেন। কিঞ্চিৎ ধৈর্য প্রয়োজন।

পার্সোনাল রেটিং- ৮


Wednesday, January 21, 2015

The Judge (2014)

IMDB Rating: 7.5, Rotten Tomatoes: 47%
Cast: Robert Downey Jr., Robert Duvall

ফ্যামিলির সব সন্তানই যে মনের মত হবে, তা তো নয়। তাই না? অতিরিক্ত ডানপিটেও তো হতে পারে কেউ না কেউ। কিন্তু একটা বয়সে এসে সবাই যার যার ভুল বুঝতে পারে। অনুশোচনায় দগ্ধ হতে পারে। ঘরের ছেলে আবার ঘরে ফিরতেই পারে। আর সেই বাড়িফেরা সন্তান হয়ে উঠতে পারে বাবার গর্ব।

গল্পটা এরকমই। বিচারক বাবার প্রচণ্ড ডানপিটে মেঝ সন্তান বাবার ওপর রাগ- অভিমানেই ঘরছাড়া ছিল বহুদিন। অন্য আরেক শহরে বেশ ভালই চলছিল তার। হঠাৎ মায়ের মৃত্যুর খবর পেয়ে বহু বছর পর বাড়িতে ফেরে সে। ছোটভাইয়ের সহায়তায় বাড়িটাকে ঘিরে থাকা স্মৃতিগুলো তাকে নাড়া দিতে থাকে।

গল্পটা মোড় নেয় এখানে। কিংবদন্তীতুল্য আদর্শের অনুসারী বাবা হঠাৎ নিজেই খুনের দায়ে কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হন। আর ছেলে? সব রাগ- অভিমান দূরে ঠেলে দিয়ে বাবাকে মুক্ত করার চেষ্টায় উঠে পড়ে লাগে।

মুক্ত করতে পারে কি না পারে, সেটার জন্য মুভিটা দেখতে হবে আপনাকে।


পার্সোনাল রেটিং- ৮   

Sunday, January 18, 2015

Big Hero 6 (Animation)

IMDB Rating: 8.1, Rotten Tomatoes: 88%
Voice: Ryan Potter, Daniel Henney

বিজ্ঞান জীবনকে অনেক বেশি ইজি করে দিয়েছে সত্যি। এই বিজ্ঞানকে যদি ঠিক মত ইউজ করতে পারা যায়, তবেই তার সার্থকতা। আদারওয়াইজ “কাহিনীতে কাবজাব লাগিয়া যাইবে”।

এই এনিমেশন মুভিটা একাধারে যেমন বিজ্ঞানের অগ্রগতিকে ফোকাস করে, তেমনি পরিবারের প্রতি টান- নিজের রক্তের সম্পর্কের প্রতি টানকেও উপস্থাপিত করে। পুরো স্টোরিটা ২ ভাই হিরো আর তাদাশি এবং তাদাশির নিজস্ব সৃষ্টি গুল্টু- গাল্টু রোবট বেম্যাক্সকে নিয়ে। বেম্যাক্সের মেইন কাজ মানুষের সেবা।

“বাকিটা পর্দায় দেখিবেন...”

ভাল লেগেছে ডিজনির এই এনিমেশনটা।


পার্সোনাল রেটিং- ৮.৩    

Friday, January 16, 2015

Fury (2014)

IMDB Rating: 7.8, Rotten Tomatoes: 78%
Cast: Brad Pitt

Deals are peaceful, histories are voilent.”

খেয়াল করেছেন কথাটা? ইতিহাস বলে তার কাছ থেকে শিক্ষা নিতে। কিন্তু ইতিহাস যে কত নির্মম হতে পারে, তা তো আমরা সবাই জানি এবং বুঝি। সময় বড় বেরহম হয়। আর সময়কে থামিয়ে দেয়া কিছু ঘটনার পুনরাবৃত্তি ইতিহাস সবসময় করেছিল, করেছে, করবে।

২য় বিশ্বযুদ্ধ তেমনি একটা ঘটনা বলতে পারেন। এই মুভিতে যুদ্ধের শেষ দিকের কিছু আঁচ পাবেন। খোদ জার্মানিতেই তখন আক্রমণ চলছে।

৫ আমেরিকান সোলজারের সাথে বিশ্বযুদ্ধের কিছু অভিজ্ঞতা নিতে হলে দেখতে পারেন এই মুভিটা। গতানুগতিক আমেরিকান সোলজারদের বীরত্বের ফোকাস কিছুটা কমই আছে বলে আমার কাছে মনে হল। শক্ত একজন মানুষকে যুদ্ধ একটু একটু করে কিভাবে খোলসের ভেতরেই ভেঙ্গে দেয়, তা দেখবেন এখানে।

ভাল লাগবে আশা করি।

ধন্যবাদ ব্র্যাড পিট।

পার্সোনাল রেটিং- ৭.৮     


উড় চিঠি

Cast: ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী

মুভিটা ১২টা এসএমএস নিয়ে। এই ১২টা এসএমএস করেছেন ১২ জন মানুষ, ১২টা ভিন্ন পরিস্থিতিতে, ১২ মাস জুড়ে। অর্থাৎ মুভিটা আসলে মানুষের জীবনের ১টি বছরকে নিয়ে।

জানেন তো, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কারণে- অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। গল্পটা আসলে প্রধান চরিত্র অনিকেতের বদলে যাওয়ার ১ বছর নিয়ে। ভাল একটা কোম্পানিতে চাকরি সাথে স্ত্রী- সন্তানসহ মোটামুটি সুখের সংসার। সময়গুলো বেশ ভালভাবেই কেটে যাচ্ছিল। হঠাৎ কিঞ্চিৎ পরিবর্তন। যার ফলশ্রুতিতে জাস্ট ১ বছরে জীবনটা কিছুটা অন্যরকম হয়ে ওঠে অনিকেতের। অনেক ঘাত- প্রতিঘাতের পর আবার সবকিছু নতুন করে শুরু করার ঠিক আগে ছুটি কাটাতে মনঃস্থির করে সে।

আধুনিক এই যুগে, আসলেই কি পারফেক্ট ছুটি কাটাতে পারেন আপনি? ধরুন একদম ভাবনা- চিন্তা ছাড়া? কেউ ডিস্টার্ব করবে না, কেউ কল করবে না... সব ছেড়ে- ছুড়ে কয়েকটা দিন নেটওয়ার্ক- ওয়ার্কের বাইরে থাকতে পারবেন? উহু... সম্ভব না, তাই না? কারণ মোবাইল ফোন বলে ডিভাইস একটা আমরা ইউজ করি।

অনিকেতের ব্যাপারটাও সেম। সে চায় একদম একা কিছু সময় কাটাতে, কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ মোবাইল অন তো মনভাবনাও অন। নিজের ফোন চেক করতে গিয়ে দেখে ইনবক্স ফুল। এসএমএস ডিলিট করতে হবে। ইনবক্সের সবচেয়ে পুরনো এসএমএসটা থেকে শুরু করল সে। একটা করে এসএমএস পড়ছে আর ডিলিট করছে। আর মাঝে কিছু এসএমএস তাকে তার গত ১ বছরের কথা মনে করিয়ে দিচ্ছে। একটা করে এসএমএস, অনিকেতের জীবনে একটা করে মানুষের আগমন, আর একটা করে নতুন গল্প।

ভাল লাগবে আশা করি।


পার্সোনাল রেটিং- ৭.৫      

Wednesday, January 14, 2015

Braveheart (1995)

Braveheart (1995)
IMDB Rating: 8.4, Rotten Tomatoes: 78%
Cast: Mel Gibson

কথায় আছে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। কিন্তু যদি আপনি স্বাধীনতা নাই পান, তবে রক্ষা করবেন কিভাবে? এই স্বাধীনতা অর্জনের গল্প নিয়েই এই মুভি।

মেল গিবসন। জাত চেনানোর জন্য নামটাই যথেষ্ট। অভিনয়ের পাশাপাশি ডিরেকশন দিয়েও মানুষের মন জয় করেছেন বিশ্বজুড়ে। এর অন্যতম প্রমাণ- ব্রেভহার্ট।

উইলিয়াম ওয়ালেস। ১২৭০ সালে জন্ম নেয়া এই বীর স্কটল্যান্ডের স্বাধীনতা যুদ্ধের অন্যতম কারিগর। ১৩০৫ সালে ইংল্যান্ডের তৎকালীন রাজা ১ম এডওয়ার্ডের নির্দেশে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবার আগ পর্যন্ত স্বাধীন স্কটল্যান্ডের স্বপ্ন দেখে গেছেন এবং দেখিয়ে গেছেন। খর্বশক্তির স্কটিশ স্বাধীনতাকামীদের নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের রাজা ও তার আর্মির অত্যাচারের বিরুদ্ধে। নিজ সম্প্রদায়ের কয়েকজন বিপথগামীর যোগসাজশে রাজা এডওয়ার্ডের বাহিনীর হাতে ধরা পড়বার পরও ক্ষমা প্রার্থনা তো দূরে থাক, শেষনিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত স্বাধীন স্কটল্যান্ডের কথা সর্বশক্তিতে বলে গেছেন।

অসাধারণ অভিনয়, স্টোরি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্বলিত এই মুভি আপনার কাছে ভাল লাগবে কিনা জানি না, কিন্তু দেখার জন্য রিকমেন্ড করতেই পারি।


পার্সোনাল রেটিং- ৮.৫     

Sunday, January 11, 2015

The Imitation Game

IMDB Rating: 8.3, Rotten Tomatoes: 90%
Cast: Benedict Cumberbatch, Keira Knightley

গুপ্ত পদ্ধতিতে মেসেজ আদান- প্রদান বা কোডেড মেসেজিং যে কি জিনিস, তা সাধারণত যুদ্ধের সময় ভালভাবে টের পাওয়া যায়। কোড ভাঙতে পারা, শত্রুপক্ষের মেসেজ ডিসাইফার করা, এনক্রিপশন- ডিক্রিপশন ইত্যাদি বলতে পারেন যুদ্ধজয়ের মুলমন্ত্রগুলোর মধ্যে অন্যতম।

২য় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা নিজেদের কমিউনিকেশনের জন্য এরকমই এক দুর্ভেদ্য কোডিং সিস্টেম বের করেছিল। পুরো সিস্টেমটা বিশেষায়িত এক মেশিননির্ভর ছিল যার নাম “এনিগমা মেশিন”। ব্রিটিশ গণিতবিদ এলান টুরিং- কে দেয়া হয় এই কোড ব্রেকিংয়ের কাজ। বহু প্রচেষ্টার পর শেষ পর্যন্ত তিনি সফল হন। বেঁচে যায় কমপক্ষে ১ কোটি ৪০ লক্ষেরও বেশি মানুষ !!

বলা হয় টুরিং যদি এই কাজটা না করতে পারতেন, তবে এই যুদ্ধ আরও ২ বছর দীর্ঘায়িত হত !!

কিন্তু গল্পটা আরেকটু ডিফারেন্ট। টুরিং ছিলেন সমকামী। এই কথা প্রকাশ পেয়ে যাওয়ার পর আদালতের নির্দেশে তিনি “বাধ্যতামূলক মেডিকেশন” নিতে শুরু করেন। ধীরে ধীরে ভাবনা- চিন্তা- সৃষ্টি ক্ষমতা হ্রাস পেতে শুরু করলে মেডিকেশন নেয়ার এক বছরের মাথায় আত্মহত্যা করেন তিনি। আর এরই সাথে শেষ হয়ে যায় ব্রিটিশ হিস্ট্রির সবচেয়ে ব্রিলিয়ান্ট গণিতবিদের জীবনকাহিনী।

বলা হয় বিজ্ঞানীরা টুরিং- এর সেই কোড ব্রেকিং মেশিনের আরও উন্নতি সাধন করেছেন। এবং আজ আমরা টুরিং- এর সেই মেশিনের উন্নততর ভার্সনটাকে দেখি “কম্পিউটার” হিসেবে !!

মুভিটা এই মানুষটাকে নিয়েই। নাম ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন “শার্লক”- খ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচ।


পার্সোনাল রেটিং- ৮.৫             

Friday, January 9, 2015

Queen

IMDB Rating: 8.5
Cast: Kangana Ranaut

সাধারণ একটা পরিবারের লক্ষ্মীমন্ত মেয়ে বলতে যা বোঝায়, এমন একটা মেয়ের কাছ থেকে কি আশা করা যেতে পারে? নিজ ঐতিহ্য, কৃষ্টি, সম্মানবোধসহ আরও অনেক কিছু, তাই না?

কিন্তু যখন মেয়েটিকে আপনি রীতিমত প্রতারিত করার মধ্য দিয়ে প্রাত্যহিক জীবনের নিষ্ঠুরতার দিকে ঠেলে দেবেন, তখন কিন্তু সে একটু একটু করে নিজের মত করে জীবনের মানে খুজে বের করবে। আমাদের সমাজে এমন অনেক গল্প আছে। প্রথমে খুব ভাল ভাল, তারপর ধীরে ধীরে “ও তো ঠিক আমাদের সোসাইটির না” টাইপ কথা ছড়ায়। এই মুভির গল্পটা অনেকটা এরকম।

বিয়ের ঠিক আগে হবু স্বামীর কাছ থেকে রীতিমত প্রতারিত হতে হয় রানীকে। কারণ রানী ঠিক “ওদের” টাইপ না। ব্যস... হয়ে গেল স্বপ্নভঙ্গ। হানিমুনে প্যারিস যাবার প্ল্যান অলমোস্ট ধ্বংস। কিন্তু জিদের বশে একাই প্যারিস যায় রানী- বলতে পারেন একাকী হানিমুনে। সেখানে গিয়ে এতদিনকার জীবনের একদম অন্য আরেক রুপ দেখতে পায় সে। আর বন্ধু হিসেবে পায় অদ্ভুত কিন্তু ভাল কিছু মানুষকে। একটা সময় হবু স্বামী যখন নিজের ভুল বুঝতে পেরে আবার ফিরিয়ে নিতে চায় রানীকে।

আর রানী? বুঝতে পারে জীবনে কার দরকার আছে, আর কার নেই...

ডিফারেন্ট একটা গল্প। ভাল লাগবে আশা করি।

পার্সোনাল রেটিং- ৭.৫

  

American Sniper (2014)

IMDB Rating: 7.7, Rotten Tomatoes: 75%
Cast: Bradley Cooper, Sienna Miller

“মানুষ ৩ ধরণের হতে পারে- ভেড়ারুপী, নেকড়েরুপী আর ভেড়ারুপী কুকুরের মত”

কথাটা আসলে আমার নয়। কথাটা ক্লিন্ট ইস্টউডের ডিরেকশনে এই মুভির একদম শুরুর দিকের ডায়ালগ। ভেড়ারুপী মানুষ সাধারণত বিপদের গন্ধ তেমন একটা টের পায় না। নেকড়েরুপী মানুষ ভায়লেন্স বেশি পছন্দ করে। আর ভেড়ারুপী কুকুরের মত মানুষ সাধারণত বিপদজনক হয়। কোন টাইপ মানুষ আপনি হয়ে উঠবেন, জীবনই ঠিক করে দেয়।

যে মানুষটাকে নিয়ে এই মুভি, তার জীবন, কর্মকাণ্ড সম্পর্কে কিঞ্চিৎ ধারণা দেয়ার জন্য মানুষের ধরণ নিয়ে ডায়ালগটা একদম পারফেক্ট।

ইউএস নেভি সিল- দুনিয়ার সর্বসেরা স্পেশাল ফোর্সগুলোর মধ্যে অন্যতম। নেভি সিল হিস্ট্রির সবচেয়ে দুর্ধর্ষ স্নাইপার ক্রিস কাইলকে নিয়েই এই মুভি। বলা হয় ইউএস মিলিটারি হিস্ট্রির সবচেয়ে ডেডলিয়েস্ট স্নাইপার ছিলেন ক্রিস কাইল। যার টোটাল কনফারমড কিল ১৬০+ !! অতিমানবীয় এই স্নাইপ করার ক্ষমতা দিয়েই বাঁচিয়েছেন নিজের বহু সহকর্মীকে।

কিন্তু গল্পটা অন্যখানে। একাধারে সহকর্মীর মৃত্যুতে বিহ্বল একজন যোদ্ধা, স্নেহপরায়ণ এক বাবা, স্ত্রীর ভালবাসায় সিক্ত একজন স্বামী- একের ভেতর তিনের গল্প মিলেই এই মুভি। যতবড় যোদ্ধাই হোক না কেন, প্রথমে সে একজন মানুষ, তারপরে একজন যোদ্ধা। আর মানুষের ভেতরেই তো মানবীয় ব্যাপারগুলো থাকে।

২০১৩ সালের ২রা ফেব্রুয়ারি এক ভেটেরানের হাতে মারা যান ক্রিস কাইল।

ক্রিস কাইলের চরিত্রে ব্র্যাডলি কুপার এবং তার স্ত্রীর চরিত্রে সিয়েনা মিলারের অভিনয় ভাল লাগবে আশা করি।

বাম পাশের ছবিটা মুভি পোস্টার আর ডান পাশের ছবিটা ক্রিস কাইলের, যার জীবনের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই মুভি।

পার্সোনাল রেটিং- ৭.৫

Saturday, January 3, 2015

শুটআউট অ্যাট লোখান্দওয়ালা (২০০৭)

নামটা শুনেই বুঝতে পারছেন ক্রিমিনাল আর পুলিশের চিরাচরিত লড়াইয়ের আরেকটা মুভি। কিন্তু এখানে আসলে লড়াইটা হয় একতরফা। সেই গল্পও বলব। তবে তার আগে, একদম শুরু থেকে বরং শুরু করি।

মুম্বাই। ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত শহরগুলোর মধ্যে একটা। রঙিন বলিউড দুনিয়া আর আরব সাগরের তীরে একটুকরো স্বর্গের মত এই শহর। তবে এই রঙয়ের পাশাপাশি আছে আণ্ডারওয়ার্ল্ডের অন্ধকার রাজত্ব। আর তার পাশাপাশি রয়েছে জীবনের এক অন্যরকম অধ্যায়। এ এমন এক শহর, আজ এর নিয়ন্ত্রণে তো কাল আরেকজনের। কখনো পাঞ্জাবীরা তো কখনো অন্যকোন এক মাফিয়া ডন। ’৮০-র দশকের শেষের দিকে এরকমই এক ঘটনা নিয়ে এর পটভূমি। পাঞ্জাবীদের হাতে তৎকালীন মুম্বাই পুলিশের সাহসী অফিসার মারা যাওয়ার পর প্রতিশোধ ও সন্ত্রাসীদের শিক্ষা দেয়ার জন্য গড়ে তোলা হয় “অ্যান্টি টেররিস্ট সার্ভিস”- এটিএস। আর এর যাবতীয় দায়দায়িত্ব বর্তায় এসিপি শমশের খানের ওপর যার মূলমন্ত্রই হচ্ছে হয় মার নয় মর। ওদিকে মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার মায়া রীতিমত যা খুশি তাই করে বেড়াচ্ছে শহরে। প্রথমে ভালভাবে বলার পরও কাজ না হওয়ায়, শেষ পর্যন্ত এসিপি খান ডিসিশন নিলেন যে এদেরকে সরাসরি এনকাউন্টার করতে হবে। এরপরই জমল খেলা।

একদিন ইনফরমারের দেয়া তথ্য অনুযায়ী একটি আবাসিক এলাকায় আবাসিক বাড়িতে লুকিয়ে থাকা মায়া সহ ৬ জন কে ঘিরে ফেলল পুলিশ। শমশের খান নির্দেশ দিলেন কোন কথা হবে না, খুন করার জন্য গুলি করতে হবে। সে মোতাবেক কাজ শুরু করল সবাই। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে সহকর্মী আহত হওয়ার পর শমশের নিজেই শুটআউটে অংশ নিলেন। এবং শেষ পর্যন্ত তার হাতেই মারা গেল “মায়া”। ততক্ষণে মায়ার বাকি সঙ্গীরাও মারা গেছে।

জনশ্রুতি আছে ওইদিন ওই শুটআউটে প্রায় ৩ হাজার গুলি খরচ করা হয়েছিল। এমনকি ওরা সারেন্ডার করতে চাইলেও পুলিশ মানতে চায়নি। মাত্র ৬ জনের জন্য প্রায় ৪০০ পুলিশ এই অপারেশনে অংশ নেয়। মুম্বাই আণ্ডারওয়ার্ল্ডের সাথে পুলিশের সবচেয়ে বড় যুদ্ধগুলোর মাঝে এটা একটা।

পরবর্তীতে প্রায় ৩ বছর এটিএস বহাল তবিয়তে অপারেশন করে গেলেও মুম্বাই বোমা হামলার পর বিলুপ্ত করে দেয়া হয় একে।

যারা ক্রাইম থ্রিলার পছন্দ করেন, তারা দেখতে পারেন মুভিটা।

আইএমডিবি রেটিং- ৭
পার্সোনাল রেটিং- ৭.৮

The Interview

IMDB Rating: 7.5, Rotten Tomatoes: 55%
Cast: James Franco, Seth Rogen

উত্তর কোরিয়া। পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটা। সারা দুনিয়ার নিদারুন কৌতূহল সবসময় ছিল এবং আছে এই দেশটাকে নিয়ে। বাইরের দুনিয়া থেকে নিজেদের একরকম বিচ্ছিন্ন করে রেখে এই কৌতূহলে আরও ঘি ঢালছে দেশটি।

দেশটির এখনকার সুপ্রিম লিডার কিম জং ঊন। ২০১১ সালের ২৮ ডিসেম্বর থেকে এই পদে আছেন তিনি। তার বাবাও মৃত্যুর আগ পর্যন্ত এই পদেই ছিলেন। মূলত মুভিটার স্টোরি এই কিম জং ঊনকেই নিয়ে।

বিশ্বায়নের এই যুগে যতই চেষ্টা করা হোক না কেন, দুনিয়া থেকে একদম বিছিন্ন থাকা যায় না। তাই উত্তর কোরিয়া সম্পর্কে প্রচলিত গল্পগুলো মানুষের আগ্রহকে আরও বাড়িয়ে দেয়। একদিকে যেমন দেশটার একটা চকচকে চেহারা দুনিয়ার সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয় প্রতিনিয়ত, তেমনি অন্যদিকে দেশটির সিংহভাগ মানুষের না খেয়ে থাকার খবরও বিবেককে নাড়া দেয়।

আসলে কি হচ্ছে দেশটায়? সাধারণ মানুষের না খেয়ে থাকার খবর, ক্রমাগত ভুলভাল বুঝিয়ে মানুষগুলোকে নিজের ফরে রাখার চেষ্টা, আর সেই সাথে নিজেদের গোঁড়ামির উদাহরণ হিসেবে বার বার যুদ্ধের হুমকি প্রদান- কমেডির ছায়ায় এই বিষয়গুলোই মুভিটায় দেখতে পাবেন।

তবে প্রকৃত গল্প আমরা কেউ জানি না। জানতে চাই।

এটাও চাই সত্যটাই বেরিয়ে আসুক। কেউই যে ধোঁয়া তুলশি পাতা নয়- এটাও বোঝা দরকার।

পার্সোনাল রেটিং- ৬.৮

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...