Friday, February 27, 2015

Loft (2008)

IMDB Rating: 7.5, Rotten Tomatoes (Audience Score): 81%
Cast: Filip Peters, Koen De Bouw

যদি জিজ্ঞেস করা হয় “কেমন চলছে জীবনযাত্রা?”- প্রায় সবক্ষেত্রেই উত্তরটা হবে “এইতো” টাইপ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে- এই একইরকম দিনযাপন আদতে কারই কাম্য নয়। স্বীকৃত বা অস্বীকৃত, যাই হোক না কেন- জীবনে “টুইস্ট” সবাই চায়। একঘেয়ে, নিয়মতান্ত্রিক জীবনযাত্রার বাইরে কিঞ্চিৎ অন্যরকম জীবনযাপনের ইচ্ছে আপনার- আমার, সবার মাঝেই বিদ্যমান।

উদাহরণস্বরূপ ধরুন- মাঝে মাঝে দুম করে কোন এক বন্ধুর বাসায় রাত কাটিয়ে দেয়া, আর পরদিন সকালে উস্কখুস্ক অবস্থায় আবার নিজের ডেরায় ফিরে আসা- এও কিন্তু টুইস্ট...

বন্ধু হচ্ছে এমন একটা চরিত্র- আপনি যা খুশি করেন না কেন, বিনা দ্বিধায় যে কিনা আপনাকে সমর্থন করবে, নিয়মতান্ত্রিক এই জীবনধারা থেকে আপনাকে অনায়াসে বের করে নিয়ে আসবে, আপনার গোপনীয়তা রক্ষা করবে। তবে মুদ্রার কিন্তু আরেকটা পিঠও আছে...

এই মুভির গল্পটা এমনই ৫ জনের একটা বন্ধুমহল নিয়ে।

৫ জন ৫ রকম। কিন্তু বন্ধুত্বে সবাই এক। এরমাঝেও একজন একটু আলাদা। নিজেদের জীবনে একটু বাধাহীনতা আনার জন্য শহরের এক প্রান্তে “রুফটপ” একটা ফ্ল্যাট যোগাড় করে সে। ৫ জনের প্রত্যেকের কাছেই যার চাবি থাকবে। যে যা খুশি তাই করতে পারবে এই ফ্ল্যাটে। মুভি দেখলে বুঝবেন- ফ্ল্যাটটা আদতে আমাদের বহুল আলোচিত “লিটন ভাইয়ের ফ্ল্যাট”-র মতই কর্মকাণ্ডে ভরপুর।
ভালই কেটে যাচ্ছিল সময়। হঠাৎ একদিন এক বন্ধু ফ্ল্যাটে ঢুকেই আবিষ্কার করল এক তরুণীর মৃতদেহ...

চাবি তো থাকে ওদের ৫ জনের কাছেই। তাহলে এই মেয়ে কিভাবে এখানে এলো? মরলই বা কেন, কিভাবে...? প্রশ্নের উত্তর পেতে হলে মুভিটা দেখতে হবে।

বন্ধুত্ব, অবিশ্বাস, প্রেম আর রহস্যে মোড়ানো একটা প্যাকেজ বলতে পারেন এটাকে।

যদি মনে করেন এটাই স্টোরি- ট্রাস্ট মি, ভুল করবেন। আরও বহুত কিছু বাকি আছে...

বেলজিয়ান মুভি। মনে হয় না আপনার সময় নষ্ট করবে। সো দেখতে পারেন।


পার্সোনাল রেটিং- ৭.৭      

No comments:

Post a Comment

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...