IMDB
Rating: 6.9, Rotten Tomatoes: 75%
Voices:
Ben Kingsley, Elle Fanning, Isaac Hampstead
ট্রল সম্পর্কে যদি
আইডিয়া না থাকে- তবে আগে বলে নেই—
ট্রল মূলত নরওয়ের
দিকের রুপকথাভিত্তিক মনুষ্য জাতিবিশেষ। যারা কিনা মাটির নিচের বা পার্বত্য গুহায়
বসবাস করে। নিশাচর। হিংস্র। মাংসাশী। অনেকে দাবী করেন যে তারা সত্যিকারের ট্রল
দেখেছেন। এমনকি ট্রলের ওপর অনেক ডকুও আছে। চাইলে দেখতে পারেন...
এবার আসি মুভির
গল্পে।
চিজব্রিজ। পাহাড়ের
গায়ে গড়ে ওঠা এক শহর। শান্ত সুনিবিড় জীবনযাপন সবার। তবে মাটির নিচে থাকা ট্রলের
বসবাস এই শহরের বাসিন্দাদের কিঞ্চিৎ ঝামেলা করে। ট্রলরা মাংসাশী, মাটির নিচে ওদের
রক্তের ঝর্ণা আছে, ওরা ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে খেয়ে ফেলে ইত্যাদি আজিব সব
কথাবার্তায় আতঙ্কিত হয়ে সন্ধ্যার পর কেউ ঘরের বাইরে পারতপক্ষে পা রাখে না। এরইমাঝে
একদিন দুর্ঘটনাবশত এক বাচ্চা একটা ট্রলের হাতে এসে পড়ে। এবং মাটির নিচে বহাল
তবিয়তেই বড় হতে থাকে। পরবর্তীতে বাচ্চাটা সারা শহরের কাছে প্রমাণ করে যে ট্রলরা
আসলে হিংস্র না। ওরা আদতে মানুষের বিশ্বাসের একদম উল্টো...
মুভিটার অন্তর্নিহিত
ব্যাপারটা অন্যখানে- ক্ষমতালোভীদের নিরীহ মানুষের ওপর চিরায়ত অত্যাচার ও একটা সময়
মানুষের রোষানলে পুড়ে অঙ্গার হওয়া- এটা খুজে পাবেন আপনি এই মুভিতে।
দেখতে পারেন। আশা
করি ভাল লাগবে।
পার্সোনাল রেটিং-
৭.৩
No comments:
Post a Comment