IMDB
Rating: 7.7
Cast:
Urmila Matondkar, Manoj Bajpayee, Sushant Singh
বাসায় কেউ নেই। একলা
ঘরে সুন্দরী এক মেয়ে। কাপা-কাপা গলায় ফোনে মায়ের সাথে কথা বলছে। অনুনয় করছে যেন মা
জলদি ফিরে আসেন। কারণ এই ঝড়ের রাতে একলা বাড়িতে ভয় লাগছে তার।
তীব্র বাতাসে আর
বাজের আওয়াজে রীতিমত নারকীয় অবস্থা চারদিকে। সামান্য আওয়াজেই চমকে যাচ্ছে মেয়েটা।
নিজের বেডরুমে গিয়ে ইজি চেয়ারে বসে নিজেকে একটু ইজি করতে করতেই তন্দ্রাচ্ছন্ন হয়ে
গেল সে। আর শুরু হল দুঃস্বপ্ন... তার চারপাশে অজানা বহু মানুষ... বাড়ির দরজা ভেদ
করে লোমশ ২ হাত তার গলাটা টিপে দিচ্ছে...
আতঙ্কিত হয়ে তন্দ্রা
ছুটে গেল মেয়েটার।
এরই মাঝে আবিষ্কৃত
হল যে সে আসলে একা নয়। তার অতিপ্রিয় বিড়ালটা বিছানার নিচেই ছিল। হাফ ছেড়ে বাঁচল
যেন মেয়েটা। অন্তত একটা প্রাণী তো আছে। খিদে অনুভূত হওয়ায় নিজের জন্য স্যান্ডউইচ
বানাতে গিয়ে হঠাৎ কলিংবেলের আওয়াজ।
এই দুর্যোগের মাঝে
কে এলো আবার?
ভীতসন্ত্রস্ত হয়ে
মেয়েটা লুকিংগ্লাসে দেখতে পেল এক লোককে। যে কিনা কোন এক মি. মালহোত্রাকে খুজছে।
কিন্তু এ বাড়ি তো মি. গুপ্তর। এখানে তো মালহোত্রা বলে কেউ থাকে না...
ঘটনার শুরু এখান
থেকেই। রামগোপাল ভার্মা যে এরকম এই পিস বানিয়ে রেখেছেন সেটা সাকিব না বললে
জানতামই না। থ্যাংকস ম্যান।
দুর্দান্ত সাসপেন্স,
থ্রিল এবং অভিনয় মুভিটাকে অন্য এক মাত্রা দিয়েছে। পুরো সময় জুড়ে আপনাকে আটকে রাখতে
বাধ্য এই মুভি। আর ক্লাইম্যাক্সটা পাবেন একদম শেষের দিকে... এমন কিছু যা আপনি
কল্পনাই করতে পারেন নি...
দেখতে পারেন। আশা
করি ভাল লাগবে।
পার্সোনাল রেটিং-
৭.৮
No comments:
Post a Comment