Wednesday, February 11, 2015

The Theory of Everything (2014)

IMDB Rating: 7.8, Rotten Tomatoes: 80%
Cast: Eddie Redmayne, Felicity Jones, Emily Watson, Charlie Cox
দুনিয়ার সবচেয়ে রহস্যময় ব্যাপারগুলোর একটা হচ্ছে “সময়”।

সময় কিভাবে এলো, কেন এলো, প্রথম কে সময়কে নির্ধারণ করে দেন, সময়কে এমনভাবে ভাগ কেন করা হল, একদম শুরুতে সময় বলে আসলে কি কিছু ছিল... এমন আরও হাজারও প্রশ্ন হয়ত এতদিন আপনি ভাবেননি। কিন্তু এখন ভাবতে শুরু করেছেন...

আপনি- আমি তো সাধারণ মানুষ। “সময়”কে নিয়ে দুনিয়ার তাবত সুপার ব্রিলিয়ান্টরাও গবেষণা করেছেন, করছেন, ভবিষ্যতেও করবেন।

এরকম এক সুপার ব্রিলিয়ান্টের জীবনের গল্প উঠে এসেছে এই মুভিতে।

দুরারোগ্য রোগের কষাঘাতে জর্জরিত না হয়ে উল্টো নিজের কাজের মাধ্যমে এই মানুষটা বুঝিয়ে দিয়েছেন- ইচ্ছে থাকলে সবকিছু করা সম্ভব। কোন বাঁধা তখন রুখতে পারে না।

তিনি স্টিফেন হকিং।

যাকে কিনা বলা হয় আইনস্টাইনের পর সবচেয়ে ব্রিলিয়ান্ট মানুষ।

এক দিকে প্রতিবন্ধীত্ব, অপর দিকে ভালবাসার টানাপড়েন- এডি রেডমেন ও ফেলিসিটি জোন্সের অসামান্য অভিনয়ে নিপুণভাবে ফুটে উঠেছে।

দেখতে পারেন।
মনে হয় ভালই লাগবে।

পার্সোনাল রেটিং- ৭.৯

No comments:

Post a Comment

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...