IMDB
Rating: 7.5, 6.2
Cast:
Vivek Oberoi, Suriya, Shatrughan Sinha, Radhika Apte
সন্ত্রাস- অপরাধ
হচ্ছে ইতিহাসের মত। বার বার ঘুরে ফিরে আসে। বলতে পারেন একধরণের চক্রব্যূহ। আমাদের
জিনের ভেতরেই অপরাধপ্রবণতা আছে। কারও কারও ক্ষেত্রে এর মাত্রা কম- বেশি হয়।
অনন্তপুরম। ইন্ডিয়ার
অন্ধ্র প্রদেশের অন্তর্গত একটা পাহাড় ঘেরা মোটামুটি দুর্গম এলাকা। ’৭০ থেকে ’৮০-র
দশকে এই এলাকায় ঘটে যাওয়া কিছু ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই মুভি।
এই এলাকার ৫ বারের
নির্বাচিত এমএলএ পারিতালা রবীন্দ্রকে কেন্দ্র করে মুল ঘটনা। পারিতালার বাবা ছিলেন
নকশালপন্থী নেতা। ১৯৭৫ সালে কংগ্রেসপন্থী ২ নেতার যোগসাজশে এক হামলায় প্রাণ হারাতে
হয় তাকে। সৌভাগ্যক্রমে সেই হামলা থেকে বেঁচে যান পারিতালা ও তার ভাই।
শেল্টার নিতে নিতেই
ভাইয়েরও মৃত্যু হয়, যা কিনা প্রতিশোধ নিতে পারিতালাকে উদ্বুদ্ধ করে। তার বিরুদ্ধে বেশ
ক’টি হত্যার অভিযোগ পরবর্তীতে আসলেও বহাল তবিয়তে তেলেগু দেশম পার্টিতে যোগদানের
মধ্য দিয়ে তিনি হয়ে যান এলাকার এমএলএ।
এবার প্রথম কথায়
আবার ফিরতে হবে- সন্ত্রাসের ফিরে আসা...
২০০৫ সালে সেই পুরনো
শত্রুতার জেরেই এক হামলায় মৃত্যুবরণ করেন পারিতালা রবীন্দ্র।
এই চরিত্রে অসামান্য
অভিনয় করেছেন বিবেক ওবেরয়।
আর সাপোর্টিং
চরিত্রগুলোতেও ভাল অভিনয় করেছেন বাকিরা...
পার্সোনাল রেটিং
যথাক্রমে- ৭.২, ৬.৭
বামের ছবিগুলো মুভি
পোস্টার। ডানের ছবিটা পারিতালা রবীন্দ্রর।
No comments:
Post a Comment