Friday, February 27, 2015

Loft (2008)

IMDB Rating: 7.5, Rotten Tomatoes (Audience Score): 81%
Cast: Filip Peters, Koen De Bouw

যদি জিজ্ঞেস করা হয় “কেমন চলছে জীবনযাত্রা?”- প্রায় সবক্ষেত্রেই উত্তরটা হবে “এইতো” টাইপ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে- এই একইরকম দিনযাপন আদতে কারই কাম্য নয়। স্বীকৃত বা অস্বীকৃত, যাই হোক না কেন- জীবনে “টুইস্ট” সবাই চায়। একঘেয়ে, নিয়মতান্ত্রিক জীবনযাত্রার বাইরে কিঞ্চিৎ অন্যরকম জীবনযাপনের ইচ্ছে আপনার- আমার, সবার মাঝেই বিদ্যমান।

উদাহরণস্বরূপ ধরুন- মাঝে মাঝে দুম করে কোন এক বন্ধুর বাসায় রাত কাটিয়ে দেয়া, আর পরদিন সকালে উস্কখুস্ক অবস্থায় আবার নিজের ডেরায় ফিরে আসা- এও কিন্তু টুইস্ট...

বন্ধু হচ্ছে এমন একটা চরিত্র- আপনি যা খুশি করেন না কেন, বিনা দ্বিধায় যে কিনা আপনাকে সমর্থন করবে, নিয়মতান্ত্রিক এই জীবনধারা থেকে আপনাকে অনায়াসে বের করে নিয়ে আসবে, আপনার গোপনীয়তা রক্ষা করবে। তবে মুদ্রার কিন্তু আরেকটা পিঠও আছে...

এই মুভির গল্পটা এমনই ৫ জনের একটা বন্ধুমহল নিয়ে।

৫ জন ৫ রকম। কিন্তু বন্ধুত্বে সবাই এক। এরমাঝেও একজন একটু আলাদা। নিজেদের জীবনে একটু বাধাহীনতা আনার জন্য শহরের এক প্রান্তে “রুফটপ” একটা ফ্ল্যাট যোগাড় করে সে। ৫ জনের প্রত্যেকের কাছেই যার চাবি থাকবে। যে যা খুশি তাই করতে পারবে এই ফ্ল্যাটে। মুভি দেখলে বুঝবেন- ফ্ল্যাটটা আদতে আমাদের বহুল আলোচিত “লিটন ভাইয়ের ফ্ল্যাট”-র মতই কর্মকাণ্ডে ভরপুর।
ভালই কেটে যাচ্ছিল সময়। হঠাৎ একদিন এক বন্ধু ফ্ল্যাটে ঢুকেই আবিষ্কার করল এক তরুণীর মৃতদেহ...

চাবি তো থাকে ওদের ৫ জনের কাছেই। তাহলে এই মেয়ে কিভাবে এখানে এলো? মরলই বা কেন, কিভাবে...? প্রশ্নের উত্তর পেতে হলে মুভিটা দেখতে হবে।

বন্ধুত্ব, অবিশ্বাস, প্রেম আর রহস্যে মোড়ানো একটা প্যাকেজ বলতে পারেন এটাকে।

যদি মনে করেন এটাই স্টোরি- ট্রাস্ট মি, ভুল করবেন। আরও বহুত কিছু বাকি আছে...

বেলজিয়ান মুভি। মনে হয় না আপনার সময় নষ্ট করবে। সো দেখতে পারেন।


পার্সোনাল রেটিং- ৭.৭      

Monday, February 23, 2015

Rakhta Charitra- রক্ত চরিত্র ১ ও ২ (২০১০)

IMDB Rating: 7.5, 6.2
Cast: Vivek Oberoi, Suriya, Shatrughan Sinha, Radhika Apte

সন্ত্রাস- অপরাধ হচ্ছে ইতিহাসের মত। বার বার ঘুরে ফিরে আসে। বলতে পারেন একধরণের চক্রব্যূহ। আমাদের জিনের ভেতরেই অপরাধপ্রবণতা আছে। কারও কারও ক্ষেত্রে এর মাত্রা কম- বেশি হয়।

অনন্তপুরম। ইন্ডিয়ার অন্ধ্র প্রদেশের অন্তর্গত একটা পাহাড় ঘেরা মোটামুটি দুর্গম এলাকা। ’৭০ থেকে ’৮০-র দশকে এই এলাকায় ঘটে যাওয়া কিছু ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই মুভি।

এই এলাকার ৫ বারের নির্বাচিত এমএলএ পারিতালা রবীন্দ্রকে কেন্দ্র করে মুল ঘটনা। পারিতালার বাবা ছিলেন নকশালপন্থী নেতা। ১৯৭৫ সালে কংগ্রেসপন্থী ২ নেতার যোগসাজশে এক হামলায় প্রাণ হারাতে হয় তাকে। সৌভাগ্যক্রমে সেই হামলা থেকে বেঁচে যান পারিতালা ও তার ভাই।

শেল্টার নিতে নিতেই ভাইয়েরও মৃত্যু হয়, যা কিনা প্রতিশোধ নিতে পারিতালাকে উদ্বুদ্ধ করে। তার বিরুদ্ধে বেশ ক’টি হত্যার অভিযোগ পরবর্তীতে আসলেও বহাল তবিয়তে তেলেগু দেশম পার্টিতে যোগদানের মধ্য দিয়ে তিনি হয়ে যান এলাকার এমএলএ।

এবার প্রথম কথায় আবার ফিরতে হবে- সন্ত্রাসের ফিরে আসা...
২০০৫ সালে সেই পুরনো শত্রুতার জেরেই এক হামলায় মৃত্যুবরণ করেন পারিতালা রবীন্দ্র।

এই চরিত্রে অসামান্য অভিনয় করেছেন বিবেক ওবেরয়।

আর সাপোর্টিং চরিত্রগুলোতেও ভাল অভিনয় করেছেন বাকিরা...

পার্সোনাল রেটিং যথাক্রমে- ৭.২, ৬.৭

বামের ছবিগুলো মুভি পোস্টার। ডানের ছবিটা পারিতালা রবীন্দ্রর।


Sunday, February 22, 2015

The Boxtrolls (2014)

IMDB Rating: 6.9, Rotten Tomatoes: 75%
Voices: Ben Kingsley, Elle Fanning, Isaac Hampstead

ট্রল সম্পর্কে যদি আইডিয়া না থাকে- তবে আগে বলে নেই—
ট্রল মূলত নরওয়ের দিকের রুপকথাভিত্তিক মনুষ্য জাতিবিশেষ। যারা কিনা মাটির নিচের বা পার্বত্য গুহায় বসবাস করে। নিশাচর। হিংস্র। মাংসাশী। অনেকে দাবী করেন যে তারা সত্যিকারের ট্রল দেখেছেন। এমনকি ট্রলের ওপর অনেক ডকুও আছে। চাইলে দেখতে পারেন...

এবার আসি মুভির গল্পে।

চিজব্রিজ। পাহাড়ের গায়ে গড়ে ওঠা এক শহর। শান্ত সুনিবিড় জীবনযাপন সবার। তবে মাটির নিচে থাকা ট্রলের বসবাস এই শহরের বাসিন্দাদের কিঞ্চিৎ ঝামেলা করে। ট্রলরা মাংসাশী, মাটির নিচে ওদের রক্তের ঝর্ণা আছে, ওরা ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে খেয়ে ফেলে ইত্যাদি আজিব সব কথাবার্তায় আতঙ্কিত হয়ে সন্ধ্যার পর কেউ ঘরের বাইরে পারতপক্ষে পা রাখে না। এরইমাঝে একদিন দুর্ঘটনাবশত এক বাচ্চা একটা ট্রলের হাতে এসে পড়ে। এবং মাটির নিচে বহাল তবিয়তেই বড় হতে থাকে। পরবর্তীতে বাচ্চাটা সারা শহরের কাছে প্রমাণ করে যে ট্রলরা আসলে হিংস্র না। ওরা আদতে মানুষের বিশ্বাসের একদম উল্টো...

মুভিটার অন্তর্নিহিত ব্যাপারটা অন্যখানে- ক্ষমতালোভীদের নিরীহ মানুষের ওপর চিরায়ত অত্যাচার ও একটা সময় মানুষের রোষানলে পুড়ে অঙ্গার হওয়া- এটা খুজে পাবেন আপনি এই মুভিতে।

দেখতে পারেন। আশা করি ভাল লাগবে।


পার্সোনাল রেটিং- ৭.৩ 

Monday, February 16, 2015

Training Day (2001)

IMDB Rating: 7.7, Rotten Tomatoes: 72%
Cast: Denzel Washington, Ethan Hawk, Eva Mendes

সমাজ এমন একটা জায়গা, যেখানে নানা বর্ণের-টাইপের-মানসিকতার মানুষ একসাথে বসবাস করে। হাড়ি- পাতিল একখানে রাখলে যেমন ঠোকাঠুকি হয়, তেমনি এই সমাজে বসবাসরত কতিপয় অসামাজিক মানুষকে সিধা রাখার জন্য আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে সর্ষের ভেতর যেমন ভুত থাকতে পারে, তেমনি এই রক্ষাকারী বাহিনীর ভেতরেও অনেকসময় অসামাজিকরা আখড়া গড়ে তোলে।

লস-এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের এমনই এক পাপীকে নিয়ে এই গল্প। নিজের ক্ষমতার যথেচ্ছ ব্যাবহার করে যে কিনা খুন, ডাকাতি, ব্ল্যাকমেইলসহ মোটামুটি যা খুশি তাই করে যায় পুরো শহরে। অদ্ভুতভাবে এরই সাথে এক সৎ ক্যাটাগরির পাবলিক জোটে। পুলিশের নারকোটিক্স ডিপার্টমেন্টে কাজ করার ইচ্ছে ও চেষ্টা যার ১৯ মাস ধরে...

অনেক ঘাত- প্রতিঘাত পেরিয়ে শেষ পর্যন্ত নিজের খোঁড়া গর্তে নিজেই মরে সেই পাপী।

ডেনজেল ওয়াশিংটন ও ইথান হকের অভিনয় মুভিটাকে অন্য মাত্রা দিয়েছে...
সাথে বোনাস হিসেবে ইভা মেন্ডেসকে তো পাচ্ছেনই...

দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না।


পার্সোনাল রেটিং- ৭.৯   

Thursday, February 12, 2015

খাদ (2014)

IMDB Rating: 7.8
Cast: রুদ্রনীল, কৌশিক, মিমি, গার্গী, তনুশ্রী

প্রত্যেকের জীবনেরই একটা না একটা গল্প আছে। আলাদা আলাদা ভিন্ন স্বাদের গল্প। অমিল আর মিল- দুটোই আছে। কেউ খুজে বের করতে পারে, কেউ পারে না। সিম্পল।

কোন কোন সময় গল্পটা হয়ত স্বল্প পরিচিত কিন্তু বিশ্বাসভাজন কাউকে নির্দ্বিধায় বলে ফেলা যায়। মানুষের অদ্ভুত মনের এই এক অদ্ভুত কারবার...  

এই ব্যাপারটা নিয়েই মুভির গল্প।

বেড়াতে গিয়ে দুর্ঘটনায় একই সাথে আটকা পড়েন বিভিন্ন শ্রেণী পেশার কিছু মানুষ। মোটামুটি বাধ্য হয়েই একটি রাত একত্রে থাকতে হয় তাদের। অর্থপূর্ণ সে রাতে অপরিচিত অথচ বিশ্বাসী এই মানুষগুলোর জীবনের গোপন সত্যগুলো ঘটনাচক্রে সবার সামনে একের পর এক বেরিয়ে আসতে থাকে।

রাতের গভীরে জীবনের অন্ধকার সত্যগুলো যেন খাদের গর্ভে চিরদিনের জন্য চাপা পড়ে যায়...

আর মুভির একদম শেষের দিকে অদ্ভুত এক মোড়।

জানতে হলে দেখতে হবে।

পার্সোনাল রেটিং- ৭  

    

Wednesday, February 11, 2015

The Theory of Everything (2014)

IMDB Rating: 7.8, Rotten Tomatoes: 80%
Cast: Eddie Redmayne, Felicity Jones, Emily Watson, Charlie Cox
দুনিয়ার সবচেয়ে রহস্যময় ব্যাপারগুলোর একটা হচ্ছে “সময়”।

সময় কিভাবে এলো, কেন এলো, প্রথম কে সময়কে নির্ধারণ করে দেন, সময়কে এমনভাবে ভাগ কেন করা হল, একদম শুরুতে সময় বলে আসলে কি কিছু ছিল... এমন আরও হাজারও প্রশ্ন হয়ত এতদিন আপনি ভাবেননি। কিন্তু এখন ভাবতে শুরু করেছেন...

আপনি- আমি তো সাধারণ মানুষ। “সময়”কে নিয়ে দুনিয়ার তাবত সুপার ব্রিলিয়ান্টরাও গবেষণা করেছেন, করছেন, ভবিষ্যতেও করবেন।

এরকম এক সুপার ব্রিলিয়ান্টের জীবনের গল্প উঠে এসেছে এই মুভিতে।

দুরারোগ্য রোগের কষাঘাতে জর্জরিত না হয়ে উল্টো নিজের কাজের মাধ্যমে এই মানুষটা বুঝিয়ে দিয়েছেন- ইচ্ছে থাকলে সবকিছু করা সম্ভব। কোন বাঁধা তখন রুখতে পারে না।

তিনি স্টিফেন হকিং।

যাকে কিনা বলা হয় আইনস্টাইনের পর সবচেয়ে ব্রিলিয়ান্ট মানুষ।

এক দিকে প্রতিবন্ধীত্ব, অপর দিকে ভালবাসার টানাপড়েন- এডি রেডমেন ও ফেলিসিটি জোন্সের অসামান্য অভিনয়ে নিপুণভাবে ফুটে উঠেছে।

দেখতে পারেন।
মনে হয় ভালই লাগবে।

পার্সোনাল রেটিং- ৭.৯

Saturday, February 7, 2015

Birdman (2014)

IMDB Rating: 8.2, Rotten Tomatoes: 92%
Cast: Michael Keaton, Emma Stone, Edward Norton, Naomi Watts

অভিনয়।

একটা শব্দ, একটা ভাষা, একটা শিল্প, একটা প্রকাশভঙ্গী। কে কিভাবে দেখবেন সেটা একান্তই নিজস্ব।

তবে বলতে পারেন অভিনয়ের মধ্য দিয়ে আমাদের জীবনের এক নাটকীয় বহিঃপ্রকাশ দেখা যায়। যা আদতে আমাদেরকেই বিনোদিত করে। আর অভিনয়শিল্পীরা হন প্রশংসিত।

তবে প্রশংসার মাঝেও থাকে কালের গর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা। যে কারণে অভিনয়শিল্পী কাজের মধ্য দিয়ে সামর্থ্যের প্রমাণ দেন, নিজেকেই নিজে ছাড়িয়ে যাবার চেষ্টা করেন।

এই গল্পটাও এরকম। সুবিখ্যাত কিন্তু প্রাক্তন এক সুপারহিরো থিয়েটারে নিজের কাজের মধ্য দিয়ে এটাই প্রমাণ করে দেন যে তিনি এখনও ফুরিয়ে যান নি।

এক শটে শেষ হওয়া ২ ঘণ্টার এই মুভিতে এডওয়ার্ড নরটন, মাইকেল কিটনের অসাধারণ অভিনয়ের পাশাপাশি দেখতে পাবেন এমা স্টোন ও নাওমি ওয়াটসের সেই লেভেলের সাপোর্ট।

আশা করি ভাল লাগবে।


পার্সোনাল রেটিং- ৮.৩   

Thursday, February 5, 2015

Nightcrawler (2014)

IMDB Rating: 8, Rotten Tomatoes: 95%
Cast: Jake Gyllenhaal, Rene Russo, Bill Paxton

রানা প্লাজা ধ্বসের কথা মনে আছে? ওই সময়টায় এক বিখ্যাত টিভি সাংবাদিকের একটা প্রশ্ন দেশ তোলপাড় করে দিয়েছিল। দ্য কোয়েশ্চেন ওয়াজ-

“আপনার অনুভূতি কি?”

জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে আটকে থাকা মানুষগুলোর দিকে এরকম একটা প্রশ্ন ছুড়ে দেয়া নিয়ে জল কম ঘোলা করা হয় নি। আপনার মনে এখন “প্রশ্ন” জাগতে পারে, এই মুভির সাথে এই ঘটনার সম্পর্ক কি...

আসলে এই মুভিটাও ওই টিভি সাংবাদিকের মতই এক পাবলিককে নিয়ে।

কোন কিছুতেই ভদ্রলোকের নিজের কোন অনুভূতি নেই। যা হচ্ছে হোক, যত খারাপই হোক- নো ম্যাটার- ভিডিও করতে হবে পুরোটা। পরবর্তীতে সেই ভিডিও মোটা অঙ্কে কোন এক টিভি চ্যানেলের কাছে বিক্রি করতে হবে। কি হচ্ছে না হচ্ছে কোন ব্যাপার না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটা কতটুকু এক্সক্লুসিভ এবং কি পরিমাণ দাম পাওয়া যাবে- সেটা।

না দেখলে আসলে মিস করবেন।
আশা করি ভাল লাগবে।

আর জেক গিলেনহালের অসাধারণ অভিনয় তো আছেই।


পার্সোনাল রেটিং- ৮.৫     

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...