Monday, December 19, 2016

The Accountant (2016)

IMDb Rating: 7.5, Rotten Tomatoes: 52%
Starring: Ben Affleck, JK Simmons

অটিস্টিক একটা বাচ্চা ক্রিস উলফ। সংখ্যা ও গণিতের ওপর প্রচণ্ড আগ্রহ। বাবা আর্মি অফিসার। ছেলেকে যেন কখনও কারও ওপর নির্ভরশীল না হতে হয় সে উদ্দেশ্যে মার্শাল আর্ট পর্যন্ত শিখিয়েছেন তিনি। কালক্রমে অটিস্টিক এই বাচ্চাই হয়ে উঠলো কিছু ক্রাইম ফ্যামিলির অর্থনৈতিক প্রাণভোমরা।

তবে লক্ষ লক্ষ ডলার আত্মসাতের ঘটনা খুঁজে বের করার পাশাপাশি প্রয়োজনবোধে "ক্লিনার"-এর কাজও করে ক্রিস উলফ। কিন্তু কেন?

জানতে হলে দেখতে হবে মুভিটা। সাধারণ এক একাউন্ট্যান্ট কেন এত বিপদজনক, তার উত্তর বরং নিজেই খুঁজে বের করুন। আমি স্পয়লার নাই দেই...

পার্সোনাল রেটিং - ৭.২

Sunday, December 18, 2016

অজ্ঞাতনামা (২০১৬)

IMDB Rating: 9.4
অভিনয়ে - ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নিপুন, মোশাররফ করিম

নিম্নোন্নত দেশের কাতার থেকে মধ্য আয়ের দেশে আমরা উন্নীত হচ্ছি যাদের হাড়ভাঙ্গা খাটুনির পয়সায়; তাদের কষ্ট, জীবন, জীবিকা, নিরাপত্তা এমনকি মৃত্যুর ব্যাপারে কতটুকু খোঁজ রাখেন আপনি?

পাসপোর্টের ছবির গলা কেটে ছবি বসিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ সাধারণ, নিরীহ মানুষ জীবিকার অন্বেষণে পাড়ি জমাচ্ছেন দূরদেশে। গলাকাটা পাসপোর্টের ঠ্যালায় বদলে যাচ্ছে বাপ দাদার দেয়া নামধাম, জন্ম পরিচয়। আর কোন কারণে মারা গেলে তো কথাই নেই। লাশের গ্রহীতা কে হবে কেউ জানে না...

এমন অজ্ঞাতনামা লাশ যে কতশত, কে জানে...

মন খারাপ করা লেভেলের ভালো লাগার মত একটা মুভি।
দেখতে পারেন।

পার্সোনাল রেটিং - ৮

Saturday, December 17, 2016

Unknown (2011)

IMDB Rating: 6.9, Rotten Tomatoes: 56%
Starring: Liam Neeson, Diane Kruger, January Jones

এক বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিতে হোটেলে চেক-ইন দিতে গিয়ে এক বিজ্ঞানী আবিষ্কার করলেন যে ভুলে এয়ারপোর্টে নিজের একটা লাগেজ ফেলে এসেছেন তিনি।
ব্যস। নগদে দৌড়। হাতের কাছে একটা ট্যাক্সি পেয়ে তাতেই চড়ে বসলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে ৪ দিন কোমায় থাকার পর জ্ঞান ফিরে এলে আবার হোটেলে ছুটলেন। উদ্দেশ্য স্ত্রীকে খুঁজে বের করা। কিন্তু কাহিনীটা ঘটলো তখনি...

কি একটা কারণে যেন নিজের স্ত্রীও চিনতে পারছে না তাকে...
হল কি হঠাৎ?

জানতে হলে দেখুন মুভিটা।
পার্সোনাল রেটিং – ৭

Friday, December 16, 2016

Snowden (2016)

IMDB Rating: 7.4, Rotten Tomatoes: 62%
Starring: Joseph Gordon Levitt, Shailene Woodley

হঠাৎ করে যদি জানতে পারেন যে আপনি যা যা করছেন, করেছেন, করার প্ল্যান করেছেন বা করছেন বা করবেন, তার সবকিছুই হাজার হাজার মাইল দূরে অবস্থিত কোন এক প্রচণ্ড শক্তিশালী গোয়েন্দা সংস্থা নীরবে দেখছে, জেনে নিচ্ছে...

মোটকথা আপনার সমস্ত গতিবিধি ফলো করে যাচ্ছে... কেমন লাগবে?

আপনার কোন দোষ নেই। আপনি অপরাধমূলক কিছুই করছেন না বা জড়িত নন, তবুও আপনাকে ফলো করা হচ্ছে এবং আপনার গোপন সমস্ত বিষয়আশয় তাদের কাছে প্রকাশ্য...

এবার বলুন, মেজাজ খারাপ লাগবে না?

কোটি কোটি ডলারের এত সুবিশাল সারভেইল্যান্স প্রজেক্ট কিভাবে জাস্ট একজন মানুষের কারণে সারা দুনিয়ার নজরে এলো, তা জানতে হলে দেখতে পারেন মুভিটা।

পার্সোনাল রেটিং - ৭

Tuesday, December 13, 2016

The Corpse Of Anna Fritz (2015) (Original Name: El cadáver de Anna Fritz)

 IMDB Rating: 5.8, Rotten Tomatoes: 67%
Starring: Alba Ribas, Bernat Saumell, Albert Carbo, Cristian Valencia
শহরের মাঝের এক হসপিটাল। সময় মধ্যরাত। এক বন্ধুকে সাথে নিয়ে আপনি এসেছেন হসপিটালের মর্গে কর্মরত আরেক বন্ধুর সাথে দেখা করতে।
উদ্দেশ্য? দেশের বিখ্যাত সুন্দরী এক অভিনেত্রী এক পার্টিতে থাকা অবস্থায় হঠাৎ করেই মারা গেছেন। জীবদ্দশায় কাছ থেকে তাকে দেখার স্বপ্ন পূরণ হয়নি, তাই তার মৃতদেহ দেখেই শান্তি লাভ করার একটা ইচ্ছে জাগছে আপনার মনে...
তো হসপিটালের বাইরে হাল্কা ড্রিঙ্ক করে আপনারা রওনা হলেন ভেতরে।
মর্গের সারি সারি লাশের মাঝে নিজের স্বপ্নকন্যার লাশ খুঁজে বের করে তাকে কাছ থেকে দেখার সময়টায় হঠাৎ মতিভ্রম হল আপনার। আর তার ফলে খুব ঘৃণ্য একটা কাজ করতে গিয়ে আপনি আবিষ্কার করলেন যে লাশটা বিস্ফোরিত দৃষ্টিতে দেখছে আপনাকে...
কেমন লাগবে?
পার্সোনাল রেটিং - ৬.৪

Monday, December 12, 2016

Sully (2016)

IMDB Rating: 7.6, Rotten Tomatoes: 85%
Starring: Tom Hanks, Aaron Eckhart
নিয়ম মেনে চলা, জীবনে সুখ লাভের অন্যতম উপায়। এটা তো জানেন?
আচ্ছা তাহলে বলুন তো, সবসময় কি নিয়মতান্ত্রিক হয়ে থাকা সম্ভব? জীবনে কি কখনও কোন অবস্থাতে অন্তত একটা নিয়ম ভাঙ্গতে একবারও ইচ্ছে হয়নি আপনার?
বইপত্রের নিয়ম কানুনকে ছুড়ে ফেলে দিয়ে যদি ১৫৫ জন মানুষের জীবন বাঁচানো যায়, তো তাতেই সই।
কিন্তু কেন এ কথা বলছি, সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে মুভিটা দেখতে হবে।
পার্সোনাল রেটিং – ৭

Friday, December 9, 2016

Southside With You (2016)

IMDB Rating: 6.5, Rotten Tomatoes: 92%
Starring: Tika Sumpter, Parker Sawyers
প্রথম আফ্রিকান আমেরিকান ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার মধ্যকার রসায়ন ও প্রেমকে গত ৮ বছরে বিভিন্ন ভাবে দেখেছে বিশ্ববাসী। ছোট্ট - সুন্দর পরিবার, নিজস্ব শিক্ষা, নৈতিকতা ও আদর্শের বহিঃপ্রকাশের মাধ্যমে বারাক ও মিশেল, আমেরিকান প্রেসিডেন্টদের প্রতি সাধারণ মানুষের ভাবধারা চেঞ্জ করে দিয়েছেন বেশ খানিকটা। যদিয়ও মিস্টার ট্রাম্পের কারণে তা আর কতটুকু অবশিষ্ট থাকবে, কে জানে...
যাই হোক, বারাক ও মিশেল ওবামার প্রেমের শুরুটা নিয়ে তৈরি হয়েছে এই মুভি।
দেখতে পারেন। কিঞ্চিৎ স্লো। এবং ডায়ালগ বেজড।
পার্সোনাল রেটিং - ৬.৫

Friday, October 28, 2016

The Infiltrator (2016)

IMDB Rating: 7.1, Rotten Tomatoes: 69%
Starring: Bryan Cranston, Diane Kruger, John Leguizamo

মাদক ও অপরাধ নিয়ে যারা বিন্দুমাত্র হলেও খোঁজখবর রাখেন তাদের কাছ পাবলো এসকোবার খুবই পরিচিত একটা নাম। ইদানীং কালে নেটফ্লিক্সের বিখ্যাত টিভি সিরিজ নারকোসের সুবাদে এ নাম বিশ্বব্যাপী আরও ছড়িয়ে পড়েছে।এবং পর্দার অন্তরালে এই মুভির একটা চরিত্র হিসেবে রয়েছেন এসকোবার।

আশির দশকে আমেরিকায় চালান হওয়া কোকেনের প্রায় ৮০% নিয়ন্ত্রিত হত এসকোবারের মেডেলিন কার্টেলের মাধ্যমে। সারা দুনিয়া জুড়ে প্রায় ৩২০ বিলিয়ন ডলারের বিশাল একটা র‍্যাকেট চালিত হত সে সময়। এই বিপুল পরিমাণ টাকা চোরাচালান হওয়ার সবচেয়ে বড় রাস্তা ছিল মানি লন্ডারিং। এবং এসব কাজে সহায়তা করতেন বড় বড় কিছু ব্যবসায়ী ও ব্যাংকার। লুক্সেমবার্গ ভিত্তিক ব্যাংক অভ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (বিসিসিআই) সেসময়ে মানি লন্ডারিং সার্ভিসের জন্য ড্রাগস লর্ড, অবৈধ ব্যবসায়ী, স্মাগলারদের কাছ বিখ্যাত ছিল। এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ও বড় মাথাগুলোকে গ্রেফতারের উদ্দেশ্যে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় আন্ডারকভার অপারেশনগুলোর মধ্যে একটি, যার নাম দেয়া হয় "সি চেজ" বা কারেন্সি চেজ। এ অপারেশনে মুল ভূমিকা পালন করেন তৎকালীন এফবিআই এজেন্ট রবার্ট মাজুর।

মাজুরের আত্মজীবনীর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই মুভি। কিভাবে প্রমাণসহ গ্রেফতার করা হল মানি লন্ডারিংয়ের কিংপিনদের, তা জানতে হলে দেখতে হবে মুভিটা। একটু স্লো লাগতে পারে। কিন্তু আশা করি খারাপ লাগবে না।

পার্সোনাল রেটিং - ৭

Wednesday, October 26, 2016

চোরাবালি (২০১৬)

IMDB Rating: 5.9
অভিনয়ঃ তনুশ্রী, বরুণ চন্দ, লকেট ও আরও অনেকে
সমাজের এলিট ক্লাসের গল্পগুলো অনেকটা শীতের কুয়াশার মত। গাঢ়, রহস্যময়, ক্ষেত্রবিশেষে অবিশ্বাস্য। প্রচণ্ড সফল একজন মানুষের অতীতের দিকে তাকিয়ে আপনি আতকে উঠতে পারেন স্বাভাবিকভাবে। কিন্তু তাতে সে মানুষটির কিছুই যায় আসে না। জীবন ও সময় বড়ই বেরহম।
কলকাতার বুকে ঝড়ের রাত। বিখ্যাত এক সাইকিয়াট্রিস্টের বাড়িতে পার্টি চলছে। এক্সক্লুসিভ। সিলেক্টেড কয়েকজন অতিথি। পুরনো ব্রিটিশ স্টাইলে সাথে আছে মদ, সিগারেট ও তাসের অন্যতম সেরা খেলা - ব্রিজ।
হঠাৎ অতিথিদের মধ্যে একজন আবিষ্কার করলেন যে পার্টি হোস্ট মারা গেছেন। সাধারণ মৃত্যু নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। আর খুনি লুকিয়ে আছে অতিথিদের মাঝেই...
কে সেই খুনি?
জানতে হলে দেখতে পারেন আগাথা ক্রিস্টির গল্প অবলম্বনে তৈরি এই মুভিটা। এভারেজ অভিনয়। হয়ত ভাল লাগবে আপনার কাছে।
পার্সোনাল রেটিং - ৬.৬

Thursday, October 20, 2016

জুলফিকার (২০১৬)

IMDB Rating: 5.4
অভিনয় – প্রসেঞ্জিত, পরমব্রত, দেব, কৌশিক সেন, যীশু
জুলিয়াস সিজারকে জানেন? চেনেন?
রোমান সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী ও বিখ্যাত চরিত্রগুলোর মধ্যে অন্যতম এই মানুষটির নামে ইংরেজি বছরের জুলাই মাসের নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন।
প্রশ্ন করতে পারেন যে কলকাতার একটা মুভি সম্পর্কে বলতে গিয়ে কেন সিজারকে টেনে আনলাম। কারণ আছে বস... জুলফিকার নামের এই মুভি সম্পর্কে বলতে গেলে জুলিয়াস সিজারের সম্পর্কে একটু ধারণা থাকা দরকার আপনার। লেট মি হেল্প ইউ দেন...
জুলিয়াস সিজার যখন রোমান সাম্রাজ্যের ক্ষমতার চূড়ান্ত সীমায় অধিষ্ঠিত, তখন তিনি নিজেকে ঈশ্বর হিসেবে জাহির করতেন। রোমের পথে প্রান্তরে তার মূর্তির কাছে প্রার্থনা করার জন্য জনগণকে বাধ্য করা হত। সাম্রাজ্যের পরিধি বাড়ানোর লক্ষ্যে নিজের সেনাবাহিনীকে বহুদূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন তিনি। মিশরের কিংবদন্তী রাণী ক্লিওপেট্রাকেও বশে এনেছিলেন নিজের পাহাড়সম ব্যক্তিত্বে। দিয়েছিলেন অমর বাণী, “ভিনি ভিডি ভিসি” অর্থাৎ এলাম দেখলাম জয় করলাম।
কলকাতার ভেতরে আরেক কলকাতা তৈরি করে পোর্ট এলাকার ভাগ্য বিধাতা হয়ে ওঠা এক বিশাল অপরাধী চক্রের পাপেট মাস্টার জুলফিকারও নিজ এলাকায় ছিলেন জুলিয়াস সিজারের মত প্রচণ্ড শক্তিমান। ক্রাইম ফ্যামিলিতে অনেকগুলো মাথা থাকলেও মূলত সবকিছু হত জুলফিকারের ইশারায়। এককভাবে এত ক্ষমতা কারই বা সহ্য হয়? তাই যা ঘটার তাই ঘটলো। সিজারকে যেমন তার বিশ্বস্ত সঙ্গীরাই খুন করেছিলেন তেমনি ভাগ্যবরণ জুলফিকারের। কিন্তু পাশার দানটা উল্টে গেল আচমকাই। চাচার মৃত্যুর বদলা নিতে গিয়ে ভাতিজা হয়ে উঠলেন এলাকার নতুন বিধাতা। গল্পের মোড় এখানেই...
অ্যান্টনি ক্লিওপেট্রার কিংবদন্তীসম প্রেমের উপাখ্যানের ছোঁয়া এখানে পাবেন মারকাজ ও রাণীর মাঝে। বন্ধুত্ব ও বিশ্বাসঘাতকতার উদাহরণ পাবেন বশির ও জুলফিকার এবং টনি ও মারকাজের মাঝে। দেব ও পরমব্রত নিজেদের ভেঙ্গে আবার গড়েছেন। প্রসেঞ্জিতের ব্যাপারে কিছু বলার নেই। কৌশিক ও যীশুর অভিনয় জাস্ট অন্যরকম। আর গানের কথা না হয় নাই বলি।
দেখতে পারেন। গল্প দ্রুত এগিয়ে যাওয়ার কারণে খেই হারিয়ে ফেলতে পারেন তবে, মুভিটা আমার কাছে ভাল লেগেছে।
পার্সোনাল রেটিং – ৬.৭

Wednesday, August 31, 2016

প্রাক্তন (২০১৬)

কাস্ট - প্রসেনজিত, ঋতুপর্ণা, সৌমিত্র চট্টোপাধ্যায়
ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি।
শুরুটা দুর্দমনীয় হলেও একটা সময়ে গিয়ে আমরা কেন যেন হাঁসফাঁস করি। আমাদের দম আটকে আসে। মায়ার বাঁধনকে তখন শেকল মনে হয়। 
আর আমরা তখন যে উপায়ে হোক, মুক্তি পাবার আপ্রাণ চেষ্টা করি।
কিন্তু মুক্তি পাবার পর?
এবার মুদ্রার ওপিঠ। মনের গভীরে শক্ত তালা লাগানো স্যাক্রিফাইসের দরজার কড়া নড়বড়ে হতে শুরু করে। "ওর" ওপর দোষারোপ করা থেকে "নিজের" ওপর দোষ টেনে আনাটা স্বাভাবিক হয়ে ওঠে। চিন্তায় আসে বারবার, ইসস আর একটু... !!
কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গেছে...
তারপর? ব্যস্ত জীবনে চলার পথে হঠাৎ কোন একদিন আমরা একে অপরের মুখোমুখি হই। অতিপ্রত্যাশিতভাবেই উঠে আসে স্মৃতি ও অবোধ ক্ষমা প্রার্থনা...
"যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে,
সত্য করে বলবে তো?"
শেষে? ট্রেনটা যে স্টেশনে থামে, সেখানে নেমে আবারো একা পথ চলা।
"দূরে যাবে তুমি,
দেখা হবে না আর কোনোদিনই..."
পার্সোনাল রেটিং - ৭.৮

Monday, June 20, 2016

Black Friday (2007)

IMDB Rating: 8.6, Rotten Tomatoes: 86%
Cast: Kay Kay Menon, Pavan Malhotra
১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার কথা জানা আছে? ইন্ডিয়ার ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় অপরাধের ঘটনা হচ্ছে এটা। ১২ মার্চ ১৯৯৩ সালে তৎকালীন বোম্বের ১৩টি জায়গায় ভয়াবহ বোমা হামলায় প্রাণ হারান প্রায় ২৫৭ জন মানুষ। বলা হয় যে মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের ছত্রছায়ায় এই হামলা পরিচালনা করেছিলেন টাইগার মেমন যাতে অংশ নিয়েছিল প্রায় ১২৯ জন।
কিন্তু কিভাবে পুলিশের নাকের ডগা দিয়ে এত বড় একটা ঘটনা ঘটানো হল, এটা জানতে হলে দেখতে হবে মুভিটা। হুসাইন জাইদির "ব্ল্যাক ফ্রাইডে" বইয়ের ওপর ভিত্তি করে বানানো এই মুভিতে দেখানো হয়েছে যে এ হামলার পেছনে পাকিস্তানী ইন্টেলিজেন্স আইএসআইয়েরও প্রত্যক্ষ ও পরোক্ষ হাত ছিল।
ধর্মীয় সাম্প্রদায়িকতার কালো থাবায় মানুষে মানুষে রচিত মেলবন্ধন কিভাবে এক লহমায় ধূলিসাৎ হয়ে যায় ও একে পুঁজি করে অপরাধীরা কিভাবে ফায়দা লোটে এই মুভিতে আপনি তাই দেখতে পাবেন। এবং জানতে পারবেন কন্ট্রভারসিয়াল সত্য ঘটনা।
কথায় আছে না, কাজের বেলায় কাজী আর কাজ ফুরলেই পাজি? মুভিটায় এই কথার একদম যথার্থতা দেখতে পাবেন।
আর কিছু নাই বা বলি এখন।
হাতে ২ ঘণ্টা ৪১ মিনিট সময় থাকলে দেখে ফেলুন মুভিটা।
আশা করি ভালো লাগবে।
পার্সোনাল রেটিং - ৮

Friday, March 18, 2016

বেলা শেষে (২০১৫)

IMDB Rating: 8.6
অভিনয়েঃ সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতিলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরও অনেকে।

ভালোবাসার মানুষের হাত প্রথম ধরার অনুভূতি আসলে কেমন? 
এক শব্দে বলতে গেলে আমার কাছে তা অসাধারণ।

প্রথম বলা “ভালোবাসি” কথাটার অনুভূতি কেমন? 
আমার কাছে তা বড় বেশি পবিত্র।

প্রথম কাছে আসার অনুভূতি আসলে কেমন? 
আমার কাছে তা ব্যাখ্যাতীত।

এমনি “প্রথম” সবকিছুর আবেদন একদম আলাদা। প্রাত্যহিক জীবনের টানাপড়েন থেকে আপনাকে মুক্তি দিতে সে মানুষটির অবদান অনস্বীকার্য। তবুও সময়ের ফেরে হঠাৎ একদিন হয়ত ভালোবাসার অনুভূতির জায়গাটা শূন্য হয়ে গিয়ে শুধু দায়িত্ববোধ কাজ করে। অনেকটা মেশিনের মত করে সংসারের দায়িত্ব পালন করতে করতে হাঁপিয়ে ওঠে মানুষ। আর মানব মনের সেই অবস্থায় উদ্ভব হয় সে শব্দের, যাকে বলে “বিচ্ছেদ”।

জীবনের প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘণ্টা, মুহূর্ত একদমই নতুন। এর আগে কখনও আসেনি, পরেও কখনও আসবে না। আর প্রতিনিয়ত নতুনত্বে ভরা এই জীবনকে উপভোগ করতে চাইলে একা করতেই পারেন। কিন্তু একাকী কোন এক বেলায় যখন খুব আপন কাউকে পাশে পেতে ইচ্ছে করবে, দুদণ্ড কথা বলতে ইচ্ছে করবে অথবা শুধুই সঙ্গ পেতে ইচ্ছে করবে, তখন দেখবেন কেউ নেই। কিচ্ছু নেই।

বেলা শেষে এই একাকীত্বের গ্রাস থেকে বাঁচতেই ভালোবাসার মানুষটিকে দরকার।

মুভিটা দেখতে পারেন। কথা দিচ্ছি খারাপ লাগবে না।


পার্সোনাল রেটিং - ৮    

Friday, February 26, 2016

রাজকাহিনী (২০১৫)

রাজকাহিনী (২০১৫)

IMDB Rating: 7.7
Cast: ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, আবীর চ্যাটার্জি, শাশ্বত চট্টোপাধ্যায়, জয়া আহসানসহ আরও অনেকে।

১৯৪৭। আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় খুব সাধারণ একটা সংখ্যা, একটা বছর, একটা নির্দিষ্ট সময়। কিন্তু আমাদের অস্তিত্বের গল্পের একদম শুরুতে এই ১৯৪৭-র গুরুত্ব অপরিসীম। কারণ আমাদের জাতীয় জীবনের বঞ্চনা, লাঞ্ছনা, অনিশ্চয়তা, ভাগ্যহীনতার শুরুটা হয়েছিল এই বছর থেকেই।

পৃথিবীর ইতিহাসে অন্যতম এক ঘটনা হয়ে আছে এই ১৯৪৭ সালে পাকিস্তান-ভারত দেশভাগ। ১৯০ বছরের ইংরেজ শাসনের পর মূলত তাদেরই মতামতের ভিত্তিতে পাকিস্তান ও ভারতের প্রতিনিধিদের সায়ে একদিন আগে পরে এই বিশাল এলাকায় ২টি দেশের জন্ম হয়। আর সেই সাথে পরিকল্পিত কি অপরিকল্পিতভাবে ভাগ্যাহত হয়ে পড়ে ২ ধর্মের কোটি কোটি মানুষ। নিজেদের ভিটেমাটি ছেড়ে র‍্যাডক্লিফের বানানো দাগের এপারে ওপারে আলাদা হয়ে যায় শতশত বছর ধরে একই আকাশের নিচে ঘরবাঁধা অতি সাধারণ এই মানুষগুলো।

তবে এত সহজে কি আর সবকিছু হয়? দাঙ্গা-ফ্যাসাদে দেদারছে মরতে থাকে ২ ধর্মেরই অসংখ্য অনুসারী। ধর্ষণ, লুটপাটে আইনের চূড়ান্ত অবনতিতে রীতিমত তুলকালাম হয়ে যায় সারা উপমহাদেশে, বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলোতে। এমনি এক সীমান্তবর্তী এলাকা হলদিবাড়ি-দেবীগঞ্জের ঠিক মাঝে এক কোঠাবাড়িকে কেন্দ্র করে এগিয়েছে এই মুভির গল্প।

রাজপ্রাসাদে বসবাসরত দুনিয়ার সবচেয়ে সভ্য জাতির দাবীদার ইংরেজদের শেষ থাবায় শুধুমাত্র ধর্মের ওপর ভিত্তি করে কিভাবে লক্ষকোটি মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে এই দেশভাগ নামক ব্যাপারটায়, সেটার কিছুটা নমুনা দেখতে পাবেন এই মুভিতে।

পার্সোনাল রেটিং – ৮.৫ 

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...