১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার কথা জানা আছে? ইন্ডিয়ার ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় অপরাধের ঘটনা হচ্ছে এটা। ১২ মার্চ ১৯৯৩ সালে তৎকালীন বোম্বের ১৩টি জায়গায় ভয়াবহ বোমা হামলায় প্রাণ হারান প্রায় ২৫৭ জন মানুষ। বলা হয় যে মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের ছত্রছায়ায় এই হামলা পরিচালনা করেছিলেন টাইগার মেমন যাতে অংশ নিয়েছিল প্রায় ১২৯ জন।
কিন্তু কিভাবে পুলিশের নাকের ডগা দিয়ে এত বড় একটা ঘটনা ঘটানো হল, এটা জানতে হলে দেখতে হবে মুভিটা। হুসাইন জাইদির "ব্ল্যাক ফ্রাইডে" বইয়ের ওপর ভিত্তি করে বানানো এই মুভিতে দেখানো হয়েছে যে এ হামলার পেছনে পাকিস্তানী ইন্টেলিজেন্স আইএসআইয়েরও প্রত্যক্ষ ও পরোক্ষ হাত ছিল।
ধর্মীয় সাম্প্রদায়িকতার কালো থাবায় মানুষে মানুষে রচিত মেলবন্ধন কিভাবে এক লহমায় ধূলিসাৎ হয়ে যায় ও একে পুঁজি করে অপরাধীরা কিভাবে ফায়দা লোটে এই মুভিতে আপনি তাই দেখতে পাবেন। এবং জানতে পারবেন কন্ট্রভারসিয়াল সত্য ঘটনা।
কথায় আছে না, কাজের বেলায় কাজী আর কাজ ফুরলেই পাজি? মুভিটায় এই কথার একদম যথার্থতা দেখতে পাবেন।
আর কিছু নাই বা বলি এখন।
হাতে ২ ঘণ্টা ৪১ মিনিট সময় থাকলে দেখে ফেলুন মুভিটা।
আশা করি ভালো লাগবে।
হাতে ২ ঘণ্টা ৪১ মিনিট সময় থাকলে দেখে ফেলুন মুভিটা।
আশা করি ভালো লাগবে।
পার্সোনাল রেটিং - ৮
No comments:
Post a Comment