Friday, October 28, 2016

The Infiltrator (2016)

IMDB Rating: 7.1, Rotten Tomatoes: 69%
Starring: Bryan Cranston, Diane Kruger, John Leguizamo

মাদক ও অপরাধ নিয়ে যারা বিন্দুমাত্র হলেও খোঁজখবর রাখেন তাদের কাছ পাবলো এসকোবার খুবই পরিচিত একটা নাম। ইদানীং কালে নেটফ্লিক্সের বিখ্যাত টিভি সিরিজ নারকোসের সুবাদে এ নাম বিশ্বব্যাপী আরও ছড়িয়ে পড়েছে।এবং পর্দার অন্তরালে এই মুভির একটা চরিত্র হিসেবে রয়েছেন এসকোবার।

আশির দশকে আমেরিকায় চালান হওয়া কোকেনের প্রায় ৮০% নিয়ন্ত্রিত হত এসকোবারের মেডেলিন কার্টেলের মাধ্যমে। সারা দুনিয়া জুড়ে প্রায় ৩২০ বিলিয়ন ডলারের বিশাল একটা র‍্যাকেট চালিত হত সে সময়। এই বিপুল পরিমাণ টাকা চোরাচালান হওয়ার সবচেয়ে বড় রাস্তা ছিল মানি লন্ডারিং। এবং এসব কাজে সহায়তা করতেন বড় বড় কিছু ব্যবসায়ী ও ব্যাংকার। লুক্সেমবার্গ ভিত্তিক ব্যাংক অভ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (বিসিসিআই) সেসময়ে মানি লন্ডারিং সার্ভিসের জন্য ড্রাগস লর্ড, অবৈধ ব্যবসায়ী, স্মাগলারদের কাছ বিখ্যাত ছিল। এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ও বড় মাথাগুলোকে গ্রেফতারের উদ্দেশ্যে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় আন্ডারকভার অপারেশনগুলোর মধ্যে একটি, যার নাম দেয়া হয় "সি চেজ" বা কারেন্সি চেজ। এ অপারেশনে মুল ভূমিকা পালন করেন তৎকালীন এফবিআই এজেন্ট রবার্ট মাজুর।

মাজুরের আত্মজীবনীর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই মুভি। কিভাবে প্রমাণসহ গ্রেফতার করা হল মানি লন্ডারিংয়ের কিংপিনদের, তা জানতে হলে দেখতে হবে মুভিটা। একটু স্লো লাগতে পারে। কিন্তু আশা করি খারাপ লাগবে না।

পার্সোনাল রেটিং - ৭

No comments:

Post a Comment

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...