IMDB Rating: 7.4
Cast: Emraan Hashmi, Ajay Devgan, Randeep Hooda,
Kangana Ranaut
মুম্বাই।
সাবেক বোম্বে। আরব সাগরের তীরে অবস্থিত ইন্ডিয়ার সবচেয়ে আলোচিত শহরগুলোর মধ্যে
অন্যতম। রঙিন বলিউড দুনিয়া আর উপমহাদেশের অন্ধকার সাম্রাজ্যের এক অদ্ভুত মিশেল আছে
এই শহরে। তবে এটা কিন্তু একদিন-দু’দিনের ব্যাপার নয়। বহুদিনের পুরনো।
একটু
একটু করে অরগানাইজড ক্রাইমের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া আজকের মুম্বাইয়ের এই
অবস্থার উৎস খুজতে গেলে যেতে হবে বেশ খানিকটা পেছনে। সাউথ ইন্ডিয়া থেকে তৎকালীন
বোম্বেতে আগত একটা ছোট ছেলে শুধুমাত্র নিজের অপরিমিত দুঃসাহসের জোরে মাত্র কয়েক বছরের
মাথায় হয়ে ওঠে বোম্বের কার্যত ভাগ্যবিধাতা। মূলত ছোট এই ছেলেটার জীবনের গল্পের
ছায়াই উঠে এসেছে এই মুভিতে।
হাজী
মাস্তান। অথবা মাস্তান হায়দার মির্জা। যে নামেই ডাকুন না কেন আপনি, ’৬০, ’৭০-র
দশকে এই মানুষটার অজান্তে বোম্বেতে কোন কিছুই ঘটতে পারত না। আর গল্পের ওই “ছোট
ছেলে”-টা আসলে এই হাজী মাস্তান। তীক্ষ্ণ বুদ্ধি আর সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দেয়া
অপরিমেয় ভয়ের ওপর ভর করেই বোম্বের রীতিমত অঘোষিত শাসনকর্তা হয়ে উঠেছিলেন ইনি।
নিজের ডানহাত হিসেবে এই সময় পেয়েছিলেন কিংবদন্তীসম আরেক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে।
কিন্তু এক বনে তো দুই বাঘ থাকতে পারে না। অনিবার্য ক্ষমতার লড়াইয়ের একটা পর্যায়ে
দাউদের হাতেই মারা যান হাজী মাস্তান। এই ঘটনাকে বলা হয় ইন্ডিয়ার ইতিহাসে “সবচেয়ে
বড় বিশ্বাসঘাতকতা”।
এর
ওপর ভিত্তি করেই মুভির গল্প।
আশা
করি ভালই লাগবে।
দেখতে
পারেন।
পার্সোনাল
রেটিং- ৭
No comments:
Post a Comment