IMDB Rating: 7.6, Rotten Tomatoes: 76%
Cast: Johnny Depp, Dakota Johnson, Benedict Cumberbatch
সাপের মত ঠাণ্ডা দৃষ্টি - যেদিকে চোখ পড়লে মেরুদণ্ড বেয়ে হিমশীতল স্রোত বয়ে যায় নিমেষেই, পান থেকে চুন খসলেই মৃত্যু আর প্রশ্রয় পেতে পেতে নিজের কবর খুঁড়ে রাখা - মুভিটাকে সংক্ষেপে এভাবে বর্ণনা করা যেতে পারে।
জেমস "হোয়াইটি" বালজার। '৮০ ও '৯০-র দশকে সাউথ বোস্টনের ক্রাইম ওয়ার্ল্ড কন্ট্রোলার বলা যেতে পারে এই লোককে। ১৪ বছর বয়সে পুলিশের হাতে ধরা পড়া থেকে মোটামুটি শুরু তার ক্রিমিনাল জীবন। পরবর্তীতে ক্রাইম রেকর্ড ধারাবাহিকভাবে বেড়েছে বই কমেনি। মাঝে কিছুদিন ইউএস এয়ারফোর্সে মেকানিক হিসেবে কাজ করার সুযোগ পেলেও অপরাধপ্রবণতার জন্য সেখানেও শাস্তি পেতে হয়। পরবর্তীতে "অনুমতি ছাড়া ছুটি কাটানোর অপরাধে" তাকে সম্মানজনকভাবে ছাটাই করে দেয়া হয়।
আর্মড রবারি, ট্রাক হাইজ্যাকসহ বিভিন্ন কারণে আবার পুলিশের হাতে ধরা পড়ে জেলে যেতে হয় বালজারকে। এ সময়টায় সিআইএর মাইন্ড কন্ট্রোল ড্রাগস নিয়ে গবেষণা প্রোগ্রাম এমকে আলট্রার সাথে যুক্ত করা হয় তাকে। এই গবেষণার সময়টায় বালজারকে এলএসডি সেবন করতে হয়েছিল বলে কথিত আছে।
৯ বছর জেল খাটার পর সাউথ বোস্টনে ফিরে আইরিশ মবের সাথে জড়িত হয়ে আবারো অপরাধজগতে পদার্পণ তার। মুভির গল্পটা শুরু হয়েছে মূলত এই সময় থেকে।
১৯৭২-র পর থেকেই মূলত সাউথ বোস্টনের ক্রাইম ওয়ার্ল্ড কন্ট্রোল চলে যায় বালজার ও তার সহযোগীদের তৈরি করা উইন্টার হিল গ্যাংয়ের হাতে। তবে লিটারেলি ব্যাপারটা অন্যরকম হয়ে ওঠে যখন এফবিআই বালজারকে তাদের নিজের ইনফরমান্ট হিসেবে মনোনীত করে। তৎকালীন পাত্রিয়ারকা ফ্যামিলির বিরুদ্ধে যুদ্ধে এফবিআইকে সাহায্য করার বিনিময়ে সারা শহরে যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে যায় বালজার তথা উইন্টার হিল গ্যাং।
রীতিমত উড়তে থাকার বালজারকে মাটিতে নামিয়ে আনার জন্য এফবিআইয়ে শুরু হয় ইন্টারনাল ইনভেস্টিগেশন। একের পর এক ধরা পড়তে থাকে মবস্টাররা। সাথে অন্যান্য ক্রাইম ফ্যামিলির মেম্বাররাও। এবং বালজারের সাথে ইনফরমেশন আদানপ্রদানের চুক্তিকারী ২ এফবিআই এজেন্টও ধরা পড়ে যায়। তাদের শাস্তিও হয়। তবে বুদ্ধিমান বালজার প্রথমে পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে ২০১১ সালে সান্তা মনিকা থেকে ধরা পড়ে। এখনও জেল খাটছে সে।
মুভিটা দেখার সময় জনি ডেপের চোখের দিকে খেয়াল করবেন। এটা আমার রিকমেন্ডেশন।
পার্সোনাল রেটিং - ৭.৫
No comments:
Post a Comment