Friday, August 28, 2015

তিন কন্যা (২০১২)

IMDB Rating: 6.1 (from 54 users)
অভিনয়েঃ ঋতুপর্ণা, অনন্য, উন্নতি

নাম শুনেই বুঝতে পারছেন যে তিন নারীর গল্প এটা।

একজন একটা বেসরকারি নিউজ চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করেন,
একজন পুলিশের নিবেদিতপ্রাণ কর্মকর্তা
আর আরেকজন জীবনটাকে শুধুই উপভোগ করেন।

গল্পের শুরুটা প্রথম জনকে দিয়ে। স্বামীর গতিবিধির ওপর প্রবল সন্দেহ। তার কেন যেন সবসময় মনে হয় যে স্বামী অন্য কারও সাথে সম্পর্কে জড়িয়ে আছেন। এই "অন্য কেউ" হচ্ছেন গল্পের একটা টুইস্ট।

২য় জন এক কুখ্যাত সমাজবিরোধীকে গ্রেফতার করে চারদিকের চাপে রীতিমত জেরবার। কিন্তু মাথা নোয়াবেন না কিছুতেই। এদিকে একটা ধর্ষণ কেস নিয়েও কিঞ্চিৎ প্রেসারে আছেন।

৩য় জন একটা ডিস্কোতে বন্ধুর জন্মদিন পালন করা শেষে এক মন্ত্রীর বিপথগামী ছেলে ও তার ২ বন্ধুর দ্বারা ধর্ষণের শিকার হন। পুলিশের কাছে গিয়েছেন, কিন্তু অভিযোগ নেয়া হয়নি।

এই তিনজনের জীবনের গল্পের টুইস্টেড কিছু টার্নিং নিয়েই এই মুভি।

কুখ্যাত সেই সমাজবিরোধীর মৃত্যু, ১ম জনের সন্দেহের অবসান, ধর্ষিতার অমোঘ বিচার পেয়ে যাওয়া আর নিবেদিতপ্রাণ পুলিশ অফিসারের সব কিছু থেকে মুক্তি পাওয়া - দেখবেন, একই সূত্রে গাঁথা।

দেখতে পারেন। সময়টা ভালই কাটবে আশা করি।

পার্সোনাল রেটিং - ৬.৭  

No comments:

Post a Comment

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...