বুনো পশ্চিমের নিয়ম জানেন তো?
চোখের বদলে চোখ, জীবনের বদলে জীবন...
এর কোন অদলবদল হবে না, যদি না ভিক্টিমের পরিবার বা কাছের মানুষগুলো অপরাধীদের ক্ষমা করে দেয়। তবে সবাই তো একরকম না। নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাওয়াটাও যে কারোর জন্য খুবই স্বাভাবিক...
চোখের বদলে চোখ, জীবনের বদলে জীবন...
এর কোন অদলবদল হবে না, যদি না ভিক্টিমের পরিবার বা কাছের মানুষগুলো অপরাধীদের ক্ষমা করে দেয়। তবে সবাই তো একরকম না। নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাওয়াটাও যে কারোর জন্য খুবই স্বাভাবিক...
তবে প্রতিশোধ যে নিচ্ছে সে যদি মাত্র ১৪ বছর বয়সী একটা বাচ্চা মেয়ে হয়, সেটা একটা ঘটনাই বটে। তৎকালীন বুনো পশ্চিমের পটভূমিতে একটা মেয়ে তার বাবার হত্যাকারীকে খুজে বের করে শাস্তি দেবে, এটা বিস্ময়করই ছিল। কিন্তু দুর্ধর্ষ, বদ্ধ মাতাল এক ইউএস মার্শাল ও সুযোগসন্ধানী এক টেক্সাস রেঞ্জারের সহায়তায় এই কাজটা আরও সহজ হয়ে যায় মেয়েটার জন্য...
তবে গল্পের ভেতরেও গল্প থাকে।
তার জন্য দেখতে হবে এই মুভিটা।
তার জন্য দেখতে হবে এই মুভিটা।
পার্সোনাল রেটিং- ৭.৮
No comments:
Post a Comment