Thursday, June 25, 2015

A History of Violence (2005)

IMDB Rating: 7.5, Rotten Tomatoes: 87%
Cast: Viggo Mortensen, Maria Bello, Ed Harris

আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল কোনটা?

এই প্রশ্নের উত্তরে রীতিমত ঝগড়া বেঁধে যাওয়াটা খুবই স্বাভাবিক। তার কারণ কেউ বলবেন বর্তমানের কথা, কেউ পক্ষ নেবেন ভবিষ্যতের কেউবা অতীতকে আঁকড়ে ধরতে চাইবেন।

আসলে এই ৩ কালই একে অপরের সাথে সুন্দরভাবে সংযুক্ত। আপনি, আমি, আমরা কোনভাবেই এই ৩-এর চক্করের বাইরে নই। অতীতে আপনি যাই করুন না কেন, বর্তমানে তার প্রভাব পড়বেই এবং ভবিষ্যতে তার জন্য আপনাকে ফল ভোগ করতেই হবে। এর কোন মাফ নেই।

আমরা অনেকসময় চেষ্টা করি অতীতকে ভুলে গিয়ে বা মুছে ফেলার চেষ্টা করে বা ইগনোর করে বর্তমানের সাথে ভবিষ্যৎটাকেও নিরাপদ করে তুলতে... কিন্তু পারি না। কারণ সময় বড়ই বেরহম হয়।

এই মুভির স্টোরিটাও এরকম। প্রাক্তন ফিলাডেলফিয়া গ্যাংস্টার জোয়ি কুসাক নিজের নাম পরিচয় বদলে ফেলে স্ত্রী-সন্তানদের নিয়ে সুখে শান্তিতে ঘর-সংসার করে যাচ্ছিলেন ছোট্ট এক শহরে। খাবারের দোকান আছে তার। ডাইনার। সবমিলিয়ে ভালই হচ্ছিল সব। হঠাৎ একদিন নিজের ডাইনারে ডাকাতি রুখতে গিয়ে হিরো বনে যান তিনি। টিভি, নিউজপেপারে ছবি প্রকাশ হয়ে যাওয়ার পর শুরু হয় আসল খেলা...

কুসাক বুঝতে পারেন, যে অতীত তিনি পেছনে ফেলে এসেছেন, সে অতীত এত সহজে তাকে ছাড়বে না।

দেখতে পারেন মুভিটা। ভাল লাগবে আশা করি।

পার্সোনাল রেটিং- ৭


No comments:

Post a Comment

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...