Saturday, March 21, 2015

Once Upon A Time In Mumbaai (2010)

IMDB Rating: 7.4
Cast: Emraan Hashmi, Ajay Devgan, Randeep Hooda, Kangana Ranaut

মুম্বাই। সাবেক বোম্বে। আরব সাগরের তীরে অবস্থিত ইন্ডিয়ার সবচেয়ে আলোচিত শহরগুলোর মধ্যে অন্যতম। রঙিন বলিউড দুনিয়া আর উপমহাদেশের অন্ধকার সাম্রাজ্যের এক অদ্ভুত মিশেল আছে এই শহরে। তবে এটা কিন্তু একদিন-দু’দিনের ব্যাপার নয়। বহুদিনের পুরনো।

একটু একটু করে অরগানাইজড ক্রাইমের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া আজকের মুম্বাইয়ের এই অবস্থার উৎস খুজতে গেলে যেতে হবে বেশ খানিকটা পেছনে। সাউথ ইন্ডিয়া থেকে তৎকালীন বোম্বেতে আগত একটা ছোট ছেলে শুধুমাত্র নিজের অপরিমিত দুঃসাহসের জোরে মাত্র কয়েক বছরের মাথায় হয়ে ওঠে বোম্বের কার্যত ভাগ্যবিধাতা। মূলত ছোট এই ছেলেটার জীবনের গল্পের ছায়াই উঠে এসেছে এই মুভিতে।

হাজী মাস্তান। অথবা মাস্তান হায়দার মির্জা। যে নামেই ডাকুন না কেন আপনি, ’৬০, ’৭০-র দশকে এই মানুষটার অজান্তে বোম্বেতে কোন কিছুই ঘটতে পারত না। আর গল্পের ওই “ছোট ছেলে”-টা আসলে এই হাজী মাস্তান। তীক্ষ্ণ বুদ্ধি আর সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দেয়া অপরিমেয় ভয়ের ওপর ভর করেই বোম্বের রীতিমত অঘোষিত শাসনকর্তা হয়ে উঠেছিলেন ইনি। নিজের ডানহাত হিসেবে এই সময় পেয়েছিলেন কিংবদন্তীসম আরেক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে। কিন্তু এক বনে তো দুই বাঘ থাকতে পারে না। অনিবার্য ক্ষমতার লড়াইয়ের একটা পর্যায়ে দাউদের হাতেই মারা যান হাজী মাস্তান। এই ঘটনাকে বলা হয় ইন্ডিয়ার ইতিহাসে “সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা”।

এর ওপর ভিত্তি করেই মুভির গল্প।

আশা করি ভালই লাগবে।
দেখতে পারেন।


পার্সোনাল রেটিং- ৭    

Friday, March 6, 2015

Kaun (1999)

IMDB Rating: 7.7
Cast: Urmila Matondkar, Manoj Bajpayee, Sushant Singh

বাসায় কেউ নেই। একলা ঘরে সুন্দরী এক মেয়ে। কাপা-কাপা গলায় ফোনে মায়ের সাথে কথা বলছে। অনুনয় করছে যেন মা জলদি ফিরে আসেন। কারণ এই ঝড়ের রাতে একলা বাড়িতে ভয় লাগছে তার।

তীব্র বাতাসে আর বাজের আওয়াজে রীতিমত নারকীয় অবস্থা চারদিকে। সামান্য আওয়াজেই চমকে যাচ্ছে মেয়েটা। নিজের বেডরুমে গিয়ে ইজি চেয়ারে বসে নিজেকে একটু ইজি করতে করতেই তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল সে। আর শুরু হল দুঃস্বপ্ন... তার চারপাশে অজানা বহু মানুষ... বাড়ির দরজা ভেদ করে লোমশ ২ হাত তার গলাটা টিপে দিচ্ছে...

আতঙ্কিত হয়ে তন্দ্রা ছুটে গেল মেয়েটার।

এরই মাঝে আবিষ্কৃত হল যে সে আসলে একা নয়। তার অতিপ্রিয় বিড়ালটা বিছানার নিচেই ছিল। হাফ ছেড়ে বাঁচল যেন মেয়েটা। অন্তত একটা প্রাণী তো আছে। খিদে অনুভূত হওয়ায় নিজের জন্য স্যান্ডউইচ বানাতে গিয়ে হঠাৎ কলিংবেলের আওয়াজ।

এই দুর্যোগের মাঝে কে এলো আবার?  

ভীতসন্ত্রস্ত হয়ে মেয়েটা লুকিংগ্লাসে দেখতে পেল এক লোককে। যে কিনা কোন এক মি. মালহোত্রাকে খুজছে। কিন্তু এ বাড়ি তো মি. গুপ্তর। এখানে তো মালহোত্রা বলে কেউ থাকে না...

ঘটনার শুরু এখান থেকেই। রামগোপাল ভার্মা যে এরকম এই পিস বানিয়ে রেখেছেন সেটা সাকিব না বললে জানতামই না। থ্যাংকস ম্যান।

দুর্দান্ত সাসপেন্স, থ্রিল এবং অভিনয় মুভিটাকে অন্য এক মাত্রা দিয়েছে। পুরো সময় জুড়ে আপনাকে আটকে রাখতে বাধ্য এই মুভি। আর ক্লাইম্যাক্সটা পাবেন একদম শেষের দিকে... এমন কিছু যা আপনি কল্পনাই করতে পারেন নি... 

দেখতে পারেন। আশা করি ভাল লাগবে।


পার্সোনাল রেটিং- ৭.৮  

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...