Friday, February 26, 2016

রাজকাহিনী (২০১৫)

রাজকাহিনী (২০১৫)

IMDB Rating: 7.7
Cast: ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, আবীর চ্যাটার্জি, শাশ্বত চট্টোপাধ্যায়, জয়া আহসানসহ আরও অনেকে।

১৯৪৭। আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় খুব সাধারণ একটা সংখ্যা, একটা বছর, একটা নির্দিষ্ট সময়। কিন্তু আমাদের অস্তিত্বের গল্পের একদম শুরুতে এই ১৯৪৭-র গুরুত্ব অপরিসীম। কারণ আমাদের জাতীয় জীবনের বঞ্চনা, লাঞ্ছনা, অনিশ্চয়তা, ভাগ্যহীনতার শুরুটা হয়েছিল এই বছর থেকেই।

পৃথিবীর ইতিহাসে অন্যতম এক ঘটনা হয়ে আছে এই ১৯৪৭ সালে পাকিস্তান-ভারত দেশভাগ। ১৯০ বছরের ইংরেজ শাসনের পর মূলত তাদেরই মতামতের ভিত্তিতে পাকিস্তান ও ভারতের প্রতিনিধিদের সায়ে একদিন আগে পরে এই বিশাল এলাকায় ২টি দেশের জন্ম হয়। আর সেই সাথে পরিকল্পিত কি অপরিকল্পিতভাবে ভাগ্যাহত হয়ে পড়ে ২ ধর্মের কোটি কোটি মানুষ। নিজেদের ভিটেমাটি ছেড়ে র‍্যাডক্লিফের বানানো দাগের এপারে ওপারে আলাদা হয়ে যায় শতশত বছর ধরে একই আকাশের নিচে ঘরবাঁধা অতি সাধারণ এই মানুষগুলো।

তবে এত সহজে কি আর সবকিছু হয়? দাঙ্গা-ফ্যাসাদে দেদারছে মরতে থাকে ২ ধর্মেরই অসংখ্য অনুসারী। ধর্ষণ, লুটপাটে আইনের চূড়ান্ত অবনতিতে রীতিমত তুলকালাম হয়ে যায় সারা উপমহাদেশে, বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলোতে। এমনি এক সীমান্তবর্তী এলাকা হলদিবাড়ি-দেবীগঞ্জের ঠিক মাঝে এক কোঠাবাড়িকে কেন্দ্র করে এগিয়েছে এই মুভির গল্প।

রাজপ্রাসাদে বসবাসরত দুনিয়ার সবচেয়ে সভ্য জাতির দাবীদার ইংরেজদের শেষ থাবায় শুধুমাত্র ধর্মের ওপর ভিত্তি করে কিভাবে লক্ষকোটি মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে এই দেশভাগ নামক ব্যাপারটায়, সেটার কিছুটা নমুনা দেখতে পাবেন এই মুভিতে।

পার্সোনাল রেটিং – ৮.৫ 

Shah Jahan Regency (2019)

Shah Jahan Regency (2019) কলকাতার বাংলা মুভি। পরিচালনা - সৃজিত মুখারজি অভিনয়ে - স্বস্তিকা, অনির্বাণ, ঋতুপর্ণা, আবীর, পরমব্রত ...